ফকিরহাটে করোনা শনাক্ত হওয়ায়  ২০ টি বাড়ি লকডাউন 

30
ফকিরহাট থানা প্রতিনিধি

বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলায় করোনা ভাইরাস ১০৯ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে তার মধ্যে ৮৬ জনের পরিক্ষার ফলাফল এসেছে। এর মধ্যে ৫ জনের পজেটিভ ও ৮১ জন নেগেটিভ হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত ২৩ জনের পরিক্ষার ফলাফল এখনো আসেনি। আক্রান্তরা হলো নলদা মৌভোগ গ্রামের ১ জন, ফকিরহাট সদরের সিংগাতী গ্রামের ২ জন, বেতাগা ইউনিয়নের এলাকায় ২ জন। যারা সম্প্রতিক সময় ঢাকাসহ বিভিন্ন শহর থেকে বাড়িতে এসেছে। আক্রান্তদের মধ্যে ১ জন নারী, ১ জন শিশু কন্যা ও ৩ জন পুরুষ রয়েছে। বর্তমানে  ফকিরহাটে হোম কুয়ারেনটাইনে ৫২ জন রয়েছে।  এ বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ অসীম কুমার সমাদ্দার। এ দিকে ফকিরহাটে ৫ জন করোনা আক্রান্ত হলে উপজেলা নির্বাহি কর্মকর্তা মোছাঃ শাহানাজ পারভিন ৩ টি গ্রামে ২০ টি বাড়ি লকডাউন করেছেন। এছাড়া লকডাউন এলাকার মধ্যে মৌভোগ এলাকায় ৬ টি পরিবার,সিংগাতী ৭ টি পরিবার,  ও মাসকাটা ধনপোতা সিমান্তে ৭ টি বাড়ি। অপর দিকে করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে উপজেলা পরিষদ চেয়ারম্যান ও আওয়ামী লীগের সভাপতি স্বপন দাশ এর নির্দেশে বেতাগা বাজার সহ কয়েকটি এলাকা লকডাউন রয়েছে বলে জানান। এছাড়া সন্ধ্যার আগে মাসকাটা ধনপোতা সিমান্তে করোনা আক্রান্তদের বাড়ি পরিদর্শনে যান। তার সাথে ছিলেন বেতাগা ইউনিয়নের চেয়ারম্যান মোঃ ইউনুস আলী শেখ সহ সাংবাদিক ও  পুলিশ  উপস্থিত ছিলেন।