জনগনের মধ্যে নেই এখনো সচেতনতা, বাড়ছে করোনার ঝুঁকি

56
হিমেল সরকার, স্টাফ রিপোর্টার
ঈদ মানে আনন্দ, ঈদ মানে শান্তি কিন্তু ২০২০ সালের পবিত্র ঈদ -উল ফিতরের এই আনন্দ মানুষের জীবনে নেই। মহামারী করোনা ভাইরাসের কারনে থমকে গেছে মানুষের জীবন। বিভিন্ন বিধিনিষেধ ও সামাজিক দূরত্ব বজায় রেখে মানুষের এবারে ঈদ পালন করতে হচ্ছে। কিন্তু সরকারের দেয়া এসব বিধিনিষেধ মানছে না অনেকেই। তারা ঈদের দিনে ঘুরে আনন্দ উপভোগ করছে, মানছে না সামাজিক দূরত্ব এমন দৃশ্য দেখা গেল উজিরপুর উপজেলার  সাতলা ব্রিজে।  দিন দিন বেড়েই চলেছে করোনা পজেটিভ রোগীর সংখ্যা। এইভাবে যদি কিছু মানুষ বাহিরে ঘোরাঘুরি করে তাহলে করোনা ভাইরাস সংক্রমণের ঝুঁকি বেড়ে যাবে।
তাই করোনা ভাইরাস মোকাবেলায় আমাদের সবার উচিত সরকারের দেয়ে বিধিনিষেধ মেনে চলা এবং অপ্রয়োজনে ঘর থেকে বের না হওয়া। তাহলেই খুব দ্রুত মুক্তি মিলবে মহামারী করোনা ভাইরাস থেকে