ফকিরহাটে করোনা পরিস্থিতি : আরো নতুন করে ১৬ জনের রক্তের নমুনা সংগ্রহ 

64

বাদশা আলম , ফকিরহাট থানা প্রতিনিধি :

বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলায় করোনা পরিস্থিতিতে আরো নতুন করে ১৬ জনের রক্তের নমুনা সংগ্রহ করা হয়েছে। এ নিয়ে এ পর্যন্ত মোট ১২৬ জনের রক্তের নমুনা সংগ্রহ করেছেন উপজেলা স্বাস্থ্য বিভাগ । এর মধ্যে ১০৯ জনের পরীক্ষার ফলাফল  এসেছে। তার মধ্যে ৮ জনের শরীরে করোনা শনাক্ত (পজেটিভ) হয়েছে এবং ১০১ জনের নেগেটিভ হয়েছেন। বাকি ১৭ জনের পরীক্ষার ফলাফল এ রিপোর্ট লেখা পর্যন্ত আসেনি। এ বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃঃ অসীম কুমার সমাদ্দার। অপরদিকে, বর্তমানে হোম কোয়ারেন্টাইনে রয়েছে ৬৫ জন। যারা ইতিমধ্যে দেশের বিভিন্ন স্থান থেকে এসেছেন । এদিকে, দেশে করোনা আক্রান্তের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাওয়ার ফলে ফকিরহাটে করোনা প্রতিরোধে সামাজিক দুরত্ব  নিশ্চিতের লক্ষ্যে ওষুধের দোকান ও মিষ্টির দোকান ব্যতীত সকল দোকান ও ব্যবসা প্রতিষ্ঠান  বন্ধ  ঘোষণা করা হয়েছে । তবে ফকিরহাটে  ৮টি ইউনিয়নের সাপ্তাহিক বাজারের দিন কাঁচামাল, মুদির দোকান ও মাছের দোকান খোলা থাকবে বলেন জানিয়েছেন, উপজেলা নির্বাহি অফিসার মোছাঃ শাহানাজ পারভীন।