ফকিরহাটে নতুন করে আরো ২ জন করোনা শনাক্ত

38
 ফকিরহাট থানা থেকে বাদশা আলম
বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলায় নতুন করে আরো ২ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। এ পর্যন্ত মোট ১০ জন রোগী শনাক্ত হয়েছে। নতুন করে যে ২ জন করোনা আক্রান্ত হয়েছে তারা দুজনই পুরুষ। এরা হলো ফকিরহাট সদর ইউনিয়নের কাঠালতলা গ্রামে ও নলদা মৌভোগ উনিয়নে জয়পুর গ্রামে। আক্রান্তের বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ অসীম কুমার সমাদ্দার। ফকিরহাট উপজেলায় এ রিপোর্ট লেখা পর্যন্ত ১৭১ জনের রক্তের নমুনা সংগ্রহ করা হয়েছে। এদের মধ্যে ১৬০ জনের পরীক্ষার ফলাফল এসেছে মোট ১০ জন শনাক্ত হয়েছে ও ১৫০ জন নেগেটিভ (ভালো) আছেন। বাকি ১১ জনের পরীক্ষার ফলাফল এখনো আসেনি বলে উপজেলা স্বাস্থ্য বিভাগ সূত্র জানান।
ফকিরহাট লখপুর ইউনিয়নে ৩ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা 
বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার লখপুর ইউনিয়ন পরিষদ এর উদ্যোগে আজ রোববার সকাল ১০ টায় ইউনিয়ন পরিষদ চত্বরে উন্মুক্ত বাজেট ঘোষণা অনুষ্ঠিত হয়েছে। লখপুর গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর ও ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আবুল হোসেন এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্যানেল চেয়ারম্যান-১ শেখ আহম্মদ আলী, ইউপি সদস্য বজলুর রহমান মোড়ল, মোতালেব মোড়ল, হুমায়ুন কবির, বিল্লাল হোসেন মিলন, ফিরোজ খান, হারুন-অর-রশিদ, আরিদ হোসেন, সংরক্ষিত মহিলা সদস্যা শিল্পী বেগম (শিলু),তাসলিমা বেগম লতা, লখপুর বাজার কমিটির কোষাধ্যক্ষ মধুসূদন ঘোষ, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ সেলিম শেখ সহ স্থানীয় শিক্ষক গণ্যমান্য ব্যক্তি গত ও সুশীল সমাজের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিতিতে উক্ত বাজেট সভায় ২০২০-২০২১ অর্থবছরের জন্য ২ কোটি ৭৯ লক্ষ ৫৬ হাজার ৯ শত ১৭ টাকা ঘোষণা করা হয়েছে। অনুষ্ঠানটি সার্বিক পরিচালনা করেন ইউপি সচিব প্রসুন কুমার দাস। উক্ত বাজেট ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আবুল হোসেন উপস্থাপন করেন। ইউনিয়নের টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) বাস্তবায়ন ও সুশাসন ন্যায় বিচার প্রতিষ্ঠা করার লক্ষ্যে এই বাজেট ঘোষণা।