ফকিরহাটে পানার খাল পুনঃখননের জন্য উপজেলা চেয়ারম্যানের পরিদর্শন

21
 বাদশা আলম, ফকির হাট থানা প্রতিনিধি
বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার কাটাখালি  পানার খালটি পুনঃখননের জন্য উপজেলা প্রশাসন পরিদর্শন করেছেন।বৃহস্পতিবার দুপুরে ফকিরহাট আওয়ামী লীগের  সভাপতি ও  উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাস ও উপজেলা নির্বাহি অফিসার মোছাঃ শাহানাজ পারভীন, যুগিখালি নদীর উপরী অংশে অবস্থিত পানার খালের আগা খাল পরিদর্শন করেছেন। এ সময়  উপস্থিত ছিলেন, উপজেলা কৃষক লীগের আহ্বায়ক ও পিলজংগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খান শামীম জামান পলাশ, পিলজংগ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি প্রভাষক অঞ্জন কুমার দে ও সাধারণ সম্পাদক মোড়ল জাহিদুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। উল্লেখ্য ২০১৫-২০১৬ অর্থবছরে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) প্রায় ৯.৯৪.৬৫০/ টাকা ব্যয়ে ১.৫ কিলোমিটার পানার খালটি পুনঃখনন করেন। কিন্তু অর্থ বরাদ্দ না থাকায় উপরে অংশ ভরাট হয়ে চরম জলাবদ্ধতার সৃষ্টি হয়। সেই জলাবদ্ধতার কারণে পিলজংগ টাউন নওয়াপাড়া  শ্যামবাগাত ভেড়বাড়ি সহ বিভিন্ন এলাকা তলিয়ে গিয়ে এলাকাবাসী বন্যার কবলে পড়েন। সেই খালটি পুনঃখনন করার জন্য উপজেলা প্রশাসন পরিদর্শন করেছেন।