ঝিনাইদহে নতুন করে করোনা আক্রান্ত ৫ জন

44
মোঃ আল আমিন খান, ব্যুরো চিফ খুলনা    
নোভেল করোনা ভাইরাসের প্রভাবে থমকে গেছে গোটা বিশ্ব প্রতিদিনই জনগন করোনায় আক্রান্ত হচ্ছে কেউ মৃত্যুবরণ করছে অনেকে আবার সুস্থ হয়ে বাড়ি ফিরছে। ঝিনাইদহ জেলায় গত ২৪ ঘন্টার ব্যবধানে নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৫ জন। এ নিয়ে ঝিনাইদাহ জেলায় এ পর্যন্ত আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৬৯ জনে।
নতুন করে আক্রান্তদের মধ্যে আছেন কালীগঞ্জ উপজেলায় ১জন, হরিনাকুন্ডু উপজেলায় ২জন, শৈলকুপা উপজেলায় ১জন ও কোটচাঁদপুরে ১জন।আজ সকালে ঝিনাইদহ সিভিল সার্জন ডা. সেলিনা বেগম এ তথ্য নিশ্চিত করেন। এবং বলেন মানুষের সামজিক দূরত্ব বজায় না রাখা মুখে মাস্ক ব্যবহার না করাসহ স্বাস্থ্য অধিদপ্তরের সকল নিয়ম নীতি না মানার কারনে জনগন আক্রান্ত হচ্ছে।  কুষ্টিয়া মেডিক্যাল কলেজ থেকে ৪২ টি নমুনার ফলাফল পাঠানো হয়েছে। এর মধ্যে ৫জন করোনা পজেটিভ এসেছে। সবাইকেই স্বাস্থ্য বিভাগের অধীনে হোম আইসোলেশনে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৪১ জন