করোনাভাইরাসে অসহায় মানুষের পাশে দাঁড়ালেন চেয়ারম্যান আশিকুজ্জামান 

36

মোঃ আল আমিন খান, ব্যুরো চিফ খুলনা

বৃহস্পতিবার সকালে করোনা ভাইরাসে নিয়ে ও ইউনিয়নের সার্বিক বিষয় কথা হয় বটিয়াঘাটা উপজেলার ১ নং জলমা ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব শেখ আশিকুজ্জামান এর সাথে।  তিনি বলেন, লকডাউন থাকা অবস্থায় সরকার থেকে আমি ছয় দফা ত্রান সহযোগিতা পেয়েছি যা আমি সঠিক ভাবে অসহায় দরিদ্র, কর্মহীন, ও খেটে খাওয়া দিন মজুর সহ আমার ইউনিয়নের জনগনের মাঝে পর্যায়ক্রমে বন্টন করেছি। ইতিমধ্যেই আমার জলমা ইউনিয়নে ষাট হাজারের বেশি ভোটার আছে এবং তারা বসবাস করে। সরকারি অনুদান আমি যতটুকু পেয়েছি তা দিয়েছি কিন্ত চাহিদার তুলনায় পারি নাই। এমন অবস্থায় আমি আমার নিজ অর্থায়নে ২৬ মেট্রিক টন চাউল সকল জনগনের মাঝে জনপ্রতি ১০ কেজি করে বিতরণ করেছি। এর মধ্যে গত তিন দিন আগে আমার ইউনিয়নে একজন লোক করোনা ভাইরাসে আক্রমণ হয় এবং সাথে সাথে আমি এবং বটিয়াঘাটা উপজেলার নির্বাহী কর্মকর্তা ও ডাক্তারসহ বাড়িটি লকডাউন করি এবং তাদের জন্য পর্যাপ্ত পরিমানে খাবারের ব্যবস্থা ও করি। আমি জলমা ইউনিয়নের সকল লোকের মাঝে সচেতনতা তৈরি করতে নানা উদ্যোগ গ্রহন করেছি লিফলেট বিতরন সহ গ্রাম পুলিশ ও মেম্বার দিয়ে সকলকে সর্তক করছি বার বার যাতে করে সরকারের আইন ও স্বাস্থ্য অধিদপ্তরের জারিকৃত সকল নিয়ম মেনে চলে জলমা ইউনিয়ন বাসি। সরকার থেকে আমাদের স্বাস্থ্য সুরক্ষার জন্য আমি মাস্ক হ্যান্ড গ্লাভস  পেয়েছি। জনগনের উদ্দেশ্য করে তিনি বলেন খুলনা ইতিমধ্যে ভয়ানক রুপ নিতে শুরু করেছে তাই সকলের উচিত সামাজিক দূরত্ব বজায় রাখা স্বাস্থ্য সচেতনতা ভাবে চলাফেরা করা বিনা প্রয়োজনে ঘর থেকে বের না হওয়া। তাহলেই করোনা ভাইরাস কিছুটা হলেও প্রতিরোধ করা সম্ভব বলে মনে করেন