খুলনায় ছাত্রলীগ নেতা আবুল বাসারের বিরুদ্ধে ভার্চুয়াল মিডিয়াতে অপপ্রচার

271

বিশেষ প্রতিনিধি :

খুলনার ডুমুরিয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি আবুল বাসার খান কে জড়িয়ে সামাজিক মাধ্যমে গত ২ দিন ধরে অপপ্রচার চলাচ্ছে একটি কু-চক্রী মহল।

স্থানীয় সূত্রে জানা যায়, নারী কেলেঙ্কারির তথ্য, চিত্র ও কলরেকর্ড প্রযুক্তির কারসাজিতে এডিটিং করে তাঁকে হেয় পতিপন্ন করার জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম ও অনলাইন নিউজ পোর্টালে অসত্য নিউজ প্রকাশ করা হয়েছে। আসলে তাঁর রাজনৈতিক বিরোধীতার কারনে, বিরোধী পক্ষরা তাঁর সভাপতির পদ থেকে বহিষ্কার করানোর জন্য এই তাঁর বিরুদ্ধে এমন নাটক সাজিয়েছেন। ডুমুরিয়া এলাকার একাধিক সূত্র এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছে। এক জন ত্যাগী ছাত্রলীগ নেতার নামে এমন অপবাদের প্রতিবাদে সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমত সমালোচনার ঝড় বইছে। উল্লেখ্য, এ ব্যাপারে খুলনা জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইমরান হোসেন বলেন, করোনা পরিস্থিতিতে মানুষের সেবায় বাংলাদেশ ছাত্রলীগ যে অবদান রেখেছে, তা স্বরণীয় হয়ে থাকবে। তবে যদি কেউ ব্যক্তিগত কোন কাজে দলকে সমালোচনার মধ্যে ফেলে তার দ্বায়ভার নেওয়া হবে না। ডুমুরিয়া উপজেলা ছাত্রলীগের সভাপতির ব্যাপারে জানতে পেরেছে। এ বিষয়ে আমি জেলা ছাত্রলীগের সভাপতির সাথে কথা বলে তদন্তপূর্বক ব্যবস্থা নিব