সাংবাদিক আজিমের উপর সন্ত্রাসী হামলার ঘটনায় ফকিরহাট প্রেসক্লাব ও চুলকাঠি প্রেসক্লাবের তীব্র  নিন্দা

63
ফকিরহাট থেকে বাদশা আলম    
 দৈনিক প্রবাহের স্টাফ রিপোর্টার ও সাংবাদিক আজিমের উপর সন্ত্রাসী হামলার ঘটনার ফকিরহাট উপজেলা প্রেসক্লাব ও চুলকাঠি প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। বিবৃতিদাতারা  হলেন ফকিরহাট উপজেলা প্রেসক্লাবের সভাপতি শেখ ফারুক হোসেন, সহ-সভাপতি মান্না দে, বি.এম রাকিব হাসান, শেখ আজমল হোসেন, এম.জাকির হোসেন, সাধারণ সম্পাদক শেখ শিহাব উদ্দিন রুবেল, যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ বাদশা আলম, শেখ মাসুম বিল্লাহ, শেখ মনিরুজ্জামান, সুমন দে, অর্থ বিষয়ক সম্পাদক এম.এম.সি মেহেদি হাসান, দপ্তর সম্পাদক মোঃ সাগর মল্লিক, প্রচার সম্পাদক এইচ.এন হাবিবুর রহমান, ধর্ম বিষয়ক সম্পাদক শেখ হুমাউন কবির, সাংস্কৃতিক সম্পাদক সুমন কর্মকার, কার্যনির্বাহী সদস্য খান মোঃ আরিফুল হক, মোঃ মাহবুবুর রহমান দুলু, মোঃ কামরুল আহসান হিরক, মোঃ মোজাহিদুর রহমান, এস.এম নাজমুল ইসলাম, সদস্য শেখ খাবির হোসেন, আবদুল্লাহ আল মামুন, আনন্দ দে, সৈয়দ অনুজ, মোঃ কামরুজ্জামান, শেখ আজমল হোসেন, এস.এ কালাম, মোঃ আল আমিন, সাইদুর রহমান বিদ্যুৎ, মিজানুর রহমান  মিঠু,সেকেন্দার মোড়ল,অলোক,ফটিক ব্যানার্জি,  চন্দন দেব নাথ, জি এম মিজান,সবুর রানা,অমিত কর বিলাস,নান্টু, আরিফ ঢালি,শাওন, মাফুজ, মুরাদ, সাকিব প্রমুখ।উল্লেখ্য গত ৭ই জুন বিকালে রুপসা কাজদিয়া শহীদমিনার সড়ক এলাকায় সংঘবদ্ধ সন্ত্রাসীরা আজিমের উপর হামলা চালায় এতে সে মারাত্মক আহত হয়। আজিমের চিৎকারে স্থানীয়রা আসলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সন্ত্রাসী  হামলার ঘটনায় রুপসা কাজদিয়া থানায় সাংবাদিক আজিম বাদী হয়ে সন্ত্রাসীদের নামে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন বলে জানান। সাংবাদিক আজিম এর উপর সন্ত্রাসী হামলার ঘটনায় তীব্র নিন্দা প্রতিবাদ এবং সন্ত্রাসীদের গ্রেফতারের জন্য প্রশাসনের নিকট দাবি ও জোর দাবি দিয়েছেন।