মেয়েটিকে হাতিয়ার হিসেবে নিয়ে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে : ছাত্রলীগ নেতা বাশার

119

ডুুমুরিয়া থানা প্রতিনিধি :

ডুমুরিয়া উপজেলা ছাত্রলীগের সভাপতির বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মিথ্যা ও ষড়যন্ত্রমুলক প্রচারণার প্রতিবাদে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুর ১২ টায় ডুমুরিয়া প্রেসক্লাব ভবনে সভাপতি নিজেই বক্তব্য পাঠ করেন। লিখিত বক্তব্যে সভাপতি আবুল বাশার খান বলেন, ৫/৬ মাস আগে মুঠোফোনের মাধ্যমে প্রিয়া খাতুন নামের এক কলেজ ছাত্রীর সাথে আমার কথা হয়। সে আমার সাথে মাঝে মধ্যে রাজনৈতিক বিষয়ে কথা বলতো। কিন্তু তার কথার মধ্যে আমার সন্দেহ হত। আর তখন থেকেই আমি তাকে এড়িয়ে চলি। বিষয়টি নিয়ে আমার প্রতিপক্ষরা মেয়েটিকে হাতিয়ার হিসেবে নিয়ে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করে। সম্প্রতি তারা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ফেক-আইডির ব্যবহার করে মিথ্যা ও কুরুচিপূর্ণ পোস্ট দিয়ে অপপ্রচার চালিয়ে যাচ্ছে। তিনি আরও বলেন, মুলতঃ রাজনৈতিক ও সামাজিক ভাবে আমার ক্যারিয়ার ও সুনাম নষ্ট করার জন্য তারা উঠেপড়ে লেগেছে। তাদের ওই অপপ্রচার ও মিথ্যা, ভিত্তিহীন কর্মকান্ডের বিরুদ্ধে আমি কঠোর ভাবে প্রতিবাদ করছি। একই সাথে তাদের কঠোর শাস্তির দাবি জানাচ্ছি।