খুলনা-মংলা মহাসড়কে অপরাধ কর্মকাণ্ড রোধে কাটাখালী হাইওয়ে  থানা প্রশাসন   

53
 ফকিরহাট থেকে বাদশা আলম
বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার খুলনা-মংলা মহাসড়কে কাটাখালী হাইওয়ে থানা প্রশাসনের অপরাধ কর্মকাণ্ড রোধে বিশেষ অভিযান পরিচালনা করছেন,  কাটাখালী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রবিউল ইসলাম এর সঙ্গে কথা হলে তিনি বলেন গত সপ্তাহ থেকে খুলনা মংলা বাগেরহাট সড়ক ও ফকিরহাট  সড়কের বিভিন্ন অপরাধ কর্মকাণ্ড দমনে আমি ও থানার সদস্যরা দিন/রাত ২৪ ঘণ্টা কাটাখালি বাস স্ট্যান্ড, টাউন নওয়াপাড়া, ফকিরহাট বিশ্বরোড, শ্যামবাগাত স্টান্ড,সুখদাড়া স্টান্ড চুলকাঠি বাজার স্টান্ড, সোনাতুনিয়া ভট্ট বালিয়াঘাটা স্টান্ড,ভরসা পুর বাস স্টান্ড,ফয়লা বাস স্টান্ড,বাবুর বাড়ি ও দ্বিগরাজ, বাজার বাস স্টান্ডে কাটাখালী হাইওয়ে থানার প্রশাসন অতন্ত্র প্রহরী মতো সড়কের যানজট নিরসন অপরাধ কর্মকান্ড ও বিভিন্ন সময় চাঁদাবাজি সন্ত্রাসী কর্মকাণ্ড ঠেকাতে অব্যাহত অভিযান পরিচালনা ব্যস্ত রয়েছেন এবং বর্তমান সময় দেশের মহামারী করোনা ভাইরাস সংক্রমণ থেকে জনসাধারণের সুস্বাস্থ্য রক্ষার্থে ও সামাজিক দূরত্ব রেখে জনসাধারণ পরিবহনসহ অন্যান্য যানবাহনের চালক ও যাত্রীদের সচেতন থাকার পরামর্শ দিচ্ছেন। তিনি আরো বলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ মেনে চলা সহ সড়কের যেকোনো ধরনের অপরাধীর যদি কোন অপরাধ কর্মকাণ্ড করে জনসাধারণ পরিবহনসহ অন্যান্য যানবাহনের যদি চাঁদাবাজি করে তাহলে তাদের বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নেওয়া হবে বলে কাটাখালী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ রবিউল ইসলাম জানান।সড়কের এই জনসাধারণ এবং পরিবহনসহ অন্যান্য যানবাহনের জন্য যে চলামান অপরাধ দমনে কাটাখালী হাইওয়ে থানার (ওসি) র এই পদক্ষেপ কে লখপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম ডি সেলিম রেজা ও পিলজংগ ইউপির আওয়ামী লীগের নেতা মোঃ খালেক খান ও পিলজংগ ইউনিয়নের শ্রমিকলীগের সভাপতি মোঃ অপিয়ার রহমান অপি বলেন,সড়কের অপরাধসহ করোনা ভাইরাস সংক্রমণ থেকে যাত্রীসহ সড়কের জনসাধারণের ও স্বার্থ রক্ষার্থে ও সামাজিক দূরত্ব মেনে চলার অভিযান করছেন এ নিয়ে কাটাখালি হাইওয়ে থানার ওসি ধন্যবাদ সহ আমরা সন্তোস প্রকাশ করছি।