খুলনায় চিকিৎসক হত্যা মামলায় দায়িত্বে অবহেলায় ওসি বাহারকে প্রত্যাহার

52
খুলনা ব্যুরো
রোববার দুপুরে রাইসা ক্লিনিকের মালিক ডা. আবদুর রকিব খান হত্যা মামলায় দায়িত্বে অবহেলার প্রমাণ পাওয়ায় খুলনা থানার ওসি (তদন্ত) আসলাম বাহার বুলবুলকে খুলনা মেট্রোপলিটন পুলিশ লাইনে প্রত্যাহার করা হয়।
খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার খন্দকার লুৎফুল কবীর জানান, এই মামলার বিষয়ে দায়িত্বে অবহেলার অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় তাকে প্রত্যাহার করা হয়েছে। হরিণটানা থানার ওসি আশরাফ হোসেনকে খুলনা থানার ওসি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। বিএমএ, খুলনা শাখার অভিযোগ ছিল, ডা. রকিবকে হত্যার পর ওসি মামলা গ্রহণ ও হত্যাকারীদের গ্রেফতারে গড়িমসি করে। যে কারণে হত্যাকারীরা এলাকা থেকে পালিয়ে যেতে সক্ষম হয়। সেজন্য বিএমএ তাকে প্রত্যাহারের জন্য ৭২ ঘণ্টার আলটিমেটাম দিয়েছিল। বিএমএ এর কেন্দ্রীয় কমিটি এ দাবিতে গত শনিবার স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর স্মারকলিপি দেয়।