মুন্সীগঞ্জে নতুন শনাক্ত ৪৮, উপসর্গে মৃত্যু ৪৩

54
আরিফুর রহমান সেতু, সিনিয়র ষ্টাফ রিপোর্টার
মুন্সীগঞ্জে রবিবার(২১শে জুন) নতুন করে আরও ৪৮ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনা ভাইরাস শনাক্তকৃত রোগীর  সংখ্যা দাড়াঁল ১৮২৪ জনে। আর এ পর্যন্ত মৃত্যু হয়েছে  ৪৩ জনের।
মুন্সীগঞ্জ জেলা  সির্ভিল সার্জন ডা. আবুল কালাম আজাদ জানান, রবিবার ১৯ ও ২০ জুনের ২৬৮টি নমুনা পরীক্ষার প্রাপ্ত ফলাফলে ৪৮ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। জেলা থেকে এ পর্যন্ত  ৮ হাজার ৫৮৭টি নমুনা ঢাকায় প্রেরণ হয়েছে যার মধ্যে ফলাফল পাওয়া গেছে  ৮ হাজার ২১৪টি নমুনার।  আর ফলাফল বাকি আছে ৩৭৩টির।
মুন্সীগঞ্জের জেলা প্রশাসক মো. মনিরুজ্জামান তালুকদার জানান, শহরের  মাঠপাড়া মহল্লাকে রেড জোন ঘোষণা করে এলাকাটিকে লকডাউনের আওতায় নেওয়া হয়েছে। সামাজিক দুরত্ব এবং সচেতনতা বৃদ্ধিতে নিয়মিত প্রচার এবং মোবাইল কোর্ট পরিচালিত হচ্ছে।
সিভিল সার্জন ডা. আবুল কালাম আজাদ জানান, এই মুহূর্তে মুন্সীগঞ্জে করোনা সংক্রমণ নিরবে বিস্তার লাভ করছে।  জনসচেতনতা বৃদ্ধি করা না হলে ভয়াবহ পরিস্থিতি ধারণ করবে। ইতিমধ্যে করোনা উপসর্গ নিয়ে জেলায় ৪৩ জন মারা গেছেন। তারপরও মানুষ  সচেতন হচ্ছে না বলে উদ্বেগ প্রকাশ করেন সিভিল সার্জন।