ফকিরহাটে করোনা উপসর্গ  নিয়ে ডাক্তারের মৃত্যু 

27
বাদশা আলম
বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলায় করোনা উপসর্গ নিয়ে ডাঃ উপেন্দ্রনাথ পাল নামের একজন মারা গেছেন। তিনি ২৩ জুন রাতে খুলনার বয়রা ডায়াবেটিকস হাসপাতালে মারা যান। তিনি অসুস্থ হয়ে ৫/৬দিন পূর্বে উক্ত হাসপাতালে ভর্তি হন। ২১জুন তিনি করোনা পরীক্ষার জন্য নমূনা দেন খুলনা সদর হাসপাতালে। ২৩জুন সন্ধ্যায় পরীক্ষার ফলাফলে জানা গেছে তিনি করোনা পজেটিভ। এছাড়াও এ পর্যন্ত ফকিরহাট উপজেলায় মোট আক্রান্তের সংখ্যা ৩৮জন। এদের মধ্যে ১৮জন সুস্থ হয়েছেন। আক্রান্তরা ফকিরহাটের বিভিন্ন স্থানে বাড়ী। এর মধ্যে কয়েকজন বিভিন্ন স্থান থেকে বাড়ীতে এসেছে। অন্যরা সংক্রমণ হয়েছে। করোনা সনাক্তদের মধ্যে ডাক্তার, মেম্বর, গামেন্র্টকর্মী, স্বাস্থ্যকর্মী রয়েছেন। ২জন শিশুকন্যা, ১০জন নারী সহ ২৬জন পুরুষ রয়েছেন। এ বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ অসিম কুমার সমাদ্দার। উল্লেখ্য, ডা: উপেন্দ্রনাথ পাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রথম স্বাস্থ্য কর্মকর্তা ছিলেন।