করোনা কেড়ে নিলো এক দেহের ৩ টি প্রাণ

111

ডেক্স রিপোর্ট।প্রতিদিনই করোনা রোগে আক্রান্তের মৃত্যুর মিছিল বড় হচ্ছে। বিভিন্ন বয়সি নারী পুরুষ করোনার ছোঁবলে প্রাণ হারাচ্ছে। এরই মধ্যে অনেক মৃত্যুর ঘটনা কিছুটা ব্যতিক্রম থাকে। তেমনি খুলনার করোনা হাসপাতালে দু’টি জমজ অনাগত সন্তান পেটে রেখেই মা করোনা আক্রান্তে মৃত্যু বরণ করেন। করোনা রোগের চিকিৎসকরা  যেখানে প্রতিদিনই মৃত্যুর তালিকা  দেখতে দেখতে অভ্যস্ত। সেখানে এই মৃত্যুটি যেন পুরো করোনা হাসপাতালজুড়ে শোকের ছাঁয়া দিয়ে ঢেকে রেখেছে।
জানাযায়, বাগেরহাট  মোড়েলগঞ্জ থেকে ২৫ জুন শেখ শওকাত আলীর স্ত্রী  রুমিচা বেগম (৩২) করোনা রোগে আক্রান্ত হয়ে খুলনার করোনা হাসপাতালে ভর্তি হন। এ সময় করোনা আক্রান্ত ওই রোগির ৮ মাসের ২টি জমজ সন্তান গর্ভে ছিল বলে হাসপাতাল সূত্রে জানা যায়। হাসপাতালে ভর্তির ২৪ ঘন্টা পার  হতে না হতেই শুক্রবার ২৬ জুন দুপুর ১টা ৫০ মিনিটের দিকে রুমিচা বেগম চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন । এ সময় তার গর্ভের দুটি সন্তান মারা যায়।
খুমেকের আইসোলেশন ওয়ার্ডের ফোকাল পার্সন ডা. মিজানুর রহমান জানান, খুলনার করোনা হাসপাতালে এই প্রথম কোন গর্ভবতী মা জমজ সন্তান পেটেই রেখেই মারা গেছেন।