করোনাকে মূল্যায়ন করছেন না ট্রাম্প

32

ইনসাফ আহমেদ পলক (চীফ রিপোর্টার)

করোনা মহামারির মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁর নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন। বিভিন্ন স্থানে জনসমাবেশ করছেন। কিন্তু তা করতে গিয়ে  কোন প্রকার সামাজিক বিধিনিষেধ মানছেন না তিনি। বরং সংক্রমণ রুখতে যেখানে সামাজিক দূরত্ব বজায় রাখতে বলা হচ্ছে, সেখানে প্রচারসভায় লোক সমাগম বাড়াতে প্রচুর  লোক বসানো হচ্ছে। ট্রাম্পের নির্বাচনী প্রচারের দায়িত্বে থাকা সংস্থার বিরুদ্ধে এমনই অভিযোগ তুলেছে দেশটির গণমাধ্যমগুলো।

রোববার মার্কিন প্রভাবশালী দৈনিক দ্য ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে বলা হয়, ২০ জুন ওকলাহোমার টালসায় ব্যাংক অব ওকলাহোমা সেন্টারে অনুষ্ঠিত ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী সভায় সামাজিক দূরত্বের কোনো বালাই ছিল না। সামাজিক দূরত্ব বজায় রাখতে ১৯ হাজার আসনের ওই স্টেডিয়ামে একটি করে আসন ছেড়ে দিয়ে তার সমর্থকদের বসানোর নির্দেশ দেয়া হয়। আর তার জন্য মাঝখানের ওই চেয়ারগুলোতে লাগিয়ে দেয়া হয় ‘অনুগ্রহ করে এই আসনে বসবেন না’ স্টিকার। কিন্তু ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী প্রচারের দায়িত্বে থাকা সংস্থা স্টিকারগুলো তুলে ফেলে বলে ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে।অভিযোগ প্রমাণ করতে একটি ভিডিও প্রকাশ করেছে  পত্রিকাটি।

ওয়ার্ল্ডওমিটারসের তথ্য বলছে– সোমবার বিকাল ৪ টা পর্যন্ত যুক্তরাষ্ট্রে করোনায় মারা গেছেন ১ লাখ ২৪ হাজার ৪৩৭ জন। আর আক্রান্ত হয়েছেন ২৬ লাখ ৩৭ হাজার ৭৭ জন।