বর্ষা এলেই চরম ভোগান্তিতে রুপ নেয় নওয়াপাড়া পৌরসভা

34

শেখ আলী আকবার সম্রাট, ক্রাইম রিপোর্টার (যশোর)

নওয়াপাড়া পৌর সভার ৪ নং ওয়ার্ডের তেতুলতলা এলাকায় প্রবেশ পথ-নার্সারি ও রেজাউন বিশ্বাসের বাড়ির মধ্যকার রাস্তা ও ড্রেনটি দীর্ঘদিন যাবত সংস্কার না হওয়ার কারণে প্রতি বছর বর্ষা মৌসুমে চরম ভোগান্তিতে পরতে হয় এলাকাবাসী সহ পথচারীদের।

সরোজমিনে গিয়ে দেখা যায়,পানি নিষ্কাশনের সঠিক ব্যবস্থা না থাকার কারণেই এ সমস্যার সৃষ্টি হচ্ছে।, এই এলাকার পানি নিষ্কাশনের জন্য একটা ড্রেন থাকলেও ময়লা আবর্জনায় ভরাট হয়ে পরে আছে দীর্ঘদিন যাবত।

এলাকার বাসিন্দা সমাজ সেবক মোহাম্মদ আহাদ মোল্যা সহ আরও কয়েকজনের সাথে কথা বললে তারা জানান, দীর্ঘ ১৪-১৫ বছর ধরে আমরা এ সমস্যায় ভুগছি, স্থানীয় কাউন্সিলর ও পৌর মেয়রের সামনে বহুবার তাদের সমস্যার কথা তুলে ধরেছেন, তবে শুধু আশ্বাস ছাড়া প্রকৃত পক্ষে মেলেনি সমস্যার সমাধান ।

তাদের কাছে ড্রেনের বিষয় জানতে চাইলে তারা বলেন এটা নাম মাত্র ড্রেন। এটা দিয়ে পানি নিষ্কাশন হয় না। বরং এই ড্রেন দিয়ে উল্টো পানি এসে এলাকায় জলবদ্ধতা সৃষ্টি করে, তারা আরও বলেন শুধু রাস্তা নয়, পানি নিষ্কাশনের জন্য ড্রেনটিরও পুননির্মাণ করা প্রয়োজন। এ বিষয়ে বর্তমান কাউন্সিলর জিয়াউদ্দিন পলাশের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমি এ ওয়ার্ডের উপনির্বাচনে কিছুদিন আগে জয়যুক্ত হয়েছি!

বিষয়টাতে আমিও অবহিত আছি, তবে বর্তমান করোনা পরিস্থিতিতির কারণে এ বিষয় আলোচনা সম্ভব হয়নি। পরিস্থিতি স্বাভাবিক হলে বিষয়টা গুরুত্ব দেওয়া হবে বলে তিনি জানান।

এদিকে এলাকাবাসী জানান, করোনাকালে গৃহবন্দী হয়ে বর্তমানে আমরা ডেঙ্গু মশার প্রকোপে আক্রান্ত হওয়ার কথা বলে, তারা স্থানীয় পৌরসভায় দ্রুত ব্যবস্থাগ্রহণের জন্য উর্ধতন কর্তৃপক্ষের নিকট জোর দাবি তোলেন।