খুলনা-মংলা মহাসড়কে হাইওয়ে থানা প্রশাসনের চেক পোষ্ট না থাকায় ট্রাক ও অন্যান্য যানবাহনে ওভারলোড

81
 ফকিরহাট থানা প্রতিনিধি বাদশা আলম-বাগেরহাট
বাগেরহাট জেলার  খুলনা-মংলা মহাসড়ক ,খুলনা-বাগেরহাট,খুলনা-মাওয়া  মহাসড়কে কাটাখালী হাইওয়ে থানা প্রশাসনে  চেকপোষ্ট ও মামলা কার্যক্রম না থাকায় ভেঙ্গে পড়েছে জাতীয়   মহাসড়ক গুলোর  শৃংঙখলা ও নিরাপত্তা ব্যবস্থা। প্রতিনিয়ত   বৃদ্ধিপেয়েছে জাতীয় মহাসড়ক গুলোতে ট্রাক কন্টিনার, বালি ভর্তি ট্রাক কোনো নেট বা তাবু না দিয়ে সহ বিভিন্ন  যানবাহন অতিরিক্ত পন্য বোঝায় দিয়ে চলাচল এবং বেপরোয়া গতিতে চলাচল করছে এবং গাড়ি পার্কিং করার জায়গা থাকার শর্তেও অবৈধ বে-আইনি ভাবে সড়কের  যেখানে সেখানে যত্রতত্র ভাবে পার্কিং করছে।একদিকে যেমন অতিরিক্ত পন্যবোঝায় যান চলাচলের ফলে দ্রুত নষ্ট হচ্ছে মহাসড়ক ঘটছে ছোট বড় কোন না কোন দূঘর্টনা এ নিয়ে আওয়ামী লীগের নেতা এম ডি সেলিম রেজা সহ অনেকে জানিয়েছেন। এ ছাড়া প্রত্যক্ষ্য দর্শীরা   জানান গত কয়েকদিন আগে   ভোর রাতে খুলনা-মংলা মহাসড়কের চুলকাঠি নামক স্থানে মংলা থেকে ছেড়ে আসা যশোর-ট(১১-২৭০৫) ২০ টন ইউরিয়া সার বোঝায় ট্রাকটির পিছনের চাকা পাংচার হয়ে গেলে মংলা থেকে ছেড়ে আসা অপর একটি ট্রাক কুষ্টিয়া-ট(১১-২৩৫৬) ৭৫০ ব্যাগ সিমেন্ট বোঝায় পাংচার হওয়া ট্রাকটিকে পিছন থেকে সজোরে ধাক্কা দিলে সার বোঝায় ট্রাকটি একটি গাছের সাথে ধাক্কাখেলে সামনের অংশ দুমড়ে মুচড়ে যায় এবং সিমেন্ট  বোঝায় ট্রাকটির সামনের অংশ ও ব্যপক ক্ষতিগ্রস্থ হয়েছে তবে কোনো পথযাত্রি ও চালক হতাহত হয়নি। এতে অনেকক্ষন যানচলাচল ব্যাহত ছিলো এ বিষয়ে  কাটাখালী হাইওয়ে থানার  অফিসার  ইনসার্জ (ওসি) মোঃ রবিউল ইসলাম বলেন,বর্তমানে মহামারি করোনা ভাইরাস সংক্রমনের কারনে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও  উদ্ধর্তন কতৃপক্ষের নিদের্শনা অনুযায়ী সড়কে চেক পোষ্ট ও মামলার বিষয়ে বন্দ্ধ রয়েছে। এ ছাড়া কাটাখালী হাইওয়ে থানার প্রসাশন  মহাসড়কের ট্রাক সহ অন্যান্য যানবাহনের ওভার লোডসহ অন্যান্য  যানবাহনের বেপরোয়া গতি রোধে সার্বক্ষনিক টহল দিচ্ছে ও সড়কে চাদাবাজি সহ অন্যান্য অপরাধ কর্মকাণ্ডের বিরুদ্ধে হাইওয়ে থানা প্রসাশন সব সময় তৎপর রয়েছেন বলে ওসি জানান  ।