আফিলগেটের বাইপাশ সড়কটি যেন অঘোষিত বিনোদন স্পট

459

আল আমিন খান।।

বিশ্ব করোনা ভাইরাসে ছোবলো যেখানে পংঙ্গু হয়ে গিছে সবকিছু। প্রশাসনের পাশাপাশি কাজ করতে গিয়ে জীবন দিতে হয়েছে  সাংবাদিকদের। প্রশাসন যখন জীবন বাজি রেখে দিন রাত কষ্ট করে যাচ্ছে সাধারন মানুষকে করোনার হাত থেকে বাচাঁতে।  এদিকে কিছু  যুবক যুবতী রোজই সন্ধ্যার সময় বেরিয়ে আসে বাইপাস নামক বিনোদন স্পট ঘুরে দেখতে, কেউ আসে মেয়ে বন্ধুর সাথে গল্প করতে , কেউবা আসে বন্ধুদের নিয়ে মাদক খাওয়া থেকে শুরু করে গভীর রাত পযন্ত আড্ডা দিতে। যাদের অনেকেরই ভীতরে নেই সামাজিক দূরত্ব সহ সাস্থবিধির কোন নিয়ম নীতি।

প্রতিদিনই খুলনা জেলায় করোনার রুগি বাড়ছে বাড়ছে মৃত্যু ব্যক্তির সংখ্যাও। বাইপাস নিরিবিলি পরিবেশ থাকায় ছেলে মেয়েরা তাদের আড্ডা দেওয়ার একমাত্র উপযুক্ত স্পট হিসাবে বেছে নিছে খুলনা আফিলগেটের বাইপাশ সড়কটি।  আফিলগেট থেকে শুরু করে আবু নাসের এর মোড় পযন্ত রোজ ই দেখা যায় এমন দৃশ্য। যেখানে স্বাস্থ্য অধিদপ্তরের আইন ছিলো বিশেষ প্রয়োজন ছাড়া ঘর থেকে কেউ বের হতে পারবে না কিন্তু উঠতি বয়সের ছেলে মেয়েরা কি প্রয়োজনে ঘর থেকে বের হয় এমটা প্রশ্ন সাধারন জনগনের মধ্যে। এলাকাবাসীর সূএে জানা যায় পুলিশের নিয়মিত টহল সহ কঠোর পদক্ষেপ ই পারে এই দৃশ্যকে পরিবতন আনতে। এছাড়াও সন্ধ্যার পর রাস্তা ফাঁকা থাকতে সাধারন মানুষ চলাচল করতে অনেকটায় ভয়ের ভীতরে থাকে কারন এর আগেও বাইপাসে ছিনতাই সহ নানা অপকম ঘটেছে। তাই এলাকাবাসী মনে করেন বিশ্বরোডটি পুলিশের টহল আরো বেশি করা উচিত তাহলে তারা নিরভয়ে জীবন কাটাতে পারবে এলাকাবাসী।