খুলনা মংলা মহাসড়কে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুইজন আহত

62

মোস্তাফা কামাল, রামপাল থানা প্রতিনিধি।

খুলনা মংলা মহাসড়কে চলছে ট্রাক ড্রাইভারদের বেপরোয়া গাড়ি চালোনা।যার ফলে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। একের পর এক দুর্ঘটনার পরেও থামছে না তাদের বেপরোয়া ভাবে গাড়ী চালানো।আজও খুলনা মংলা মহাসড়কের ভরসাপুর বাস স্ট্যান্ড এর কাছে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একটি ট্রাকের ড্রাইভার ও হেলপার মারাত্মক ভাবে আহত হয়। স্থানীয় সূত্রে জানা যায় আজ দুপুর একটার সময় মংলা থেকে ছেড়ে আসা একটি কার্গো ট্রাক যার নাম্বার ঢাকা মেট্রো-ট-২২-৭৩৯০ এবং খুলনা থেকে ছেড়ে আসা একটি গ্যাস সিলিন্ডার বাহী ট্রাক যার নাম্বার খুলনা মেট্রো ন-১১-১৪১০ এর সাথে মুখোমুখি সংঘর্ষে গ্যাস বাহি ট্রাকটির সামনে দুমড়ে মুচড়ে যায়। এবং ট্রাকের ড্রাইভার ও হেলপার মারাত্মক ভাবে আহত হয়। ড্রাইভার গাড়ির হুইলের সাথে আটকে যায়।খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে তাকে মারাত্মক ভাবে আহত অবস্থায় উদ্ধার করে ।পরে ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের গাড়িতে করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। এ দুর্ঘটনা ফলে মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজটের হয়। খবর পেয়ে হাইওয়ে পুলিশের একটি টিম ও রামপাল থানার অধীনস্থ ফয়লা পুলিশ ফাঁড়ির টু আই সির একটি টিম সড়কের ওপর থেকে দুর্ঘটনায় কবলিত ট্রাকটি সরিয়ে যানবাহন চলাচলের ব্যবস্থা করে দেয়।