মশিয়ালী গ্রামে সন্ত্রাসী হামলায় ক্ষতিগ্রস্থ পরিবারকে সাবেক এমপি’র আর্থিক সহযোগিতা

142

এম হুসাইন সাব্বির।

খুলনা জেলার খানজাহান আলী থানার মশিয়ালী গ্রামে গত ১৬ জুলাই রাত সাড়ে ৮ টায় সন্ত্রাসী কর্তৃক নিরীহ গ্রামবাসীর উপর হামলা ও নির্বিচারে গুলিবর্ষন করে হত্যার ঘটনায় নিহত পরিবার ও আহতদের দেখতে যান বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও খুলনা ৫ আসনের সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। এসময় তিনি হতাহত পরিবারের খোজখবর নেন ও নিহতদের ৩ পরিবারকে ৬০ হাজার করে মোট ১ লক্ষ ৮০ হাজার টাকা , গুরুতর আহত ঢাকায় চিকিৎসাধীন ২ পরিবারকে ২৫ হাজার করে ৫০ হাজার টাকা টাকা ও আহত ৫ পরিবারের প্রত্যেককে ৫ হাজার টাকা করে মোট ২ লক্ষ ৫৫ হাজার টাকা আর্থিক সহযোগীতা প্রদান করেন।

এরপরে তিনি এলাকাবাসী ও গুলিবিদ্ধ হয়ে নিহত স্বজনদের নিয়ে নিহতদের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও কবর জিয়ারত করেন । কবর জিয়ারত শেষে সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন , ঘটনায় জড়িত আসামিদের খুজে বের করে দৃষ্টান্তমুলক শাস্তি দিতে হবে। শান্তি প্রিয় গ্রামবাসীর উপর এ হামলা কিছুতেই মেনে নেওয়া যায়না । এসময় উপস্থিত ছিলেন খুলনা জেলা উত্তরের সেক্রেটারি মুন্সি মিজানুর রহমান, সহকারী সেক্রেটারির গোলাম কুদ্দুস,খানজাহান জামায়াতের আমীর হাসান মাহমুদ টিটো, সেক্রেটারি গাজী মোর্শেদ মামুন, মাওলানা সুলতান মাহমুদ, গাজী নজরুল ইসলাম, আইয়ুব মোল্যা সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।