খুলনা বিভাগের ১০ জেলায় করোনা রোগীর সংখ্যা ছাড়ালো ১০ হাজার 

35
খুলনা ব্যুরো
বৃহস্পতিবার দুপুরে খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের দপ্তর থেকে জানা যায় খুলনা বিভাগের ১০ জেলায় করোনা রোগীর সংখ্যা ১০ হাজার ছাড়ালো। শুধুমাত্র খুলনা জেলায় আক্রান্তের সংখ্যা ৩৮৩৪ জন। বিভাগের ১০ জেলায় এ পর্যন্ত মোট ১০ হাজার জন করোনা রোগী পাওয়া গেছে। সুস্থ হয়েছে ৫১১৭ জন এবং বিভাগে এ পর্যন্ত মৃত্যুবরণ করেছেন ১৭৯ জন। সর্বশেষ তথ্য অনুযায়ী, বিভাগে সর্বোচ্চ আক্রান্ত খুলনা জেলায় ৩৮৩৪ জন। এছাড়া যশোরে ১৪৮৭, কুষ্টিয়ায় ১২৯৩, ঝিনাইদহে ৭৪৬, সাতক্ষীরায় ৬১৬, নড়াইল ৫৬৮, বাগেরহাট ৪৮৯, চুয়াডাঙ্গা ৪৬৯, মাগুরা ৩৫৫, মেহেরপুর ১৪৩ জন। খুলনার সিভিল সার্জন ডা. সুজাত আহমেদ বলেন, বিভাগের মধ্যে করোনায় সংক্রমণ ও মৃত্যুর দিক থেকে খুলনা জেলা এখনো শীর্ষ অবস্থানে থাকলেও ধীরে ধীরে সংক্রমণ কমছে সময়োপযোগী প্রশাসনিক তৎপরতায় আমরা সুফল পাচ্ছি। জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি এ ধারাবাহিকতা বজায় রাখতে পারলে শীঘ্রই করোনামুক্ত সময়ে ফেরা সম্ভব বলে তিনি আশা ব্যক্ত করেন