উজিরপুর স্বাস্থ্যবিধি মেনেই চলছে বাওলিয়া গরুর হাট

41
জুয়েল ডি সানি, চীফ রিপোর্টার 
বাংলাদেশে ঈদ-উল-আজাহা ২০২০ সালের ১ আগস্ট। কারণ সৌদি আরবে ৩১শে জুলাই ঈদ হবে। সেই হিসাবে বাংলাদেশে ১ দিন পরে ১ আগষ্ট কোরবানির দিন পালন করা হবে। কোরবানির গরু হচ্ছে ঈদ-উল-আজাহার অন্যতম আকর্ষণ কারণ বাংলাদেশে প্রায় অধিকাংশ মুসলমান গরু কুরবানি করে থাকেন। এ বছর করোনা ভাইরাসের কারনে সরকারের দেওয়া স্বাস্থ্যবিধি  মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে কোরবানির পশুর হাট বসাতে বলা হয়েছে।
সরকারের এই সিদ্ধান্ত মেনে বরিশাল জেলার উজিরপুর উপজেলার হার‍তা ইউনিয়নের ২নং ওয়ার্ডের বাওলিয়া গ্রামে বসানো হয়েছে কোরবানির পশুর হাট।
cintv24 এর প্রতিনিধি সরজমিনে গেলে দেখা যায়, সেখানের ক্রেতা বিক্রেতারা অনেক সচেতন রয়েছে। সকলেই মাস্ক ব্যবহার করে,সামাজিক দূরত্ব বজায় রেখে কোরবানির পশুর হাটে প্রবেশ করছেন।
বাওলিয়া গরুর হাট সভাপতি  আলী আহম্মেদ Cintv24 কে জানান, আমরা সরকারের দেওয়া সকল বিধিমালা মেনে এ বছরের পশুর হাট  বসানোর চিন্তা করেছি। আমরা প্রত্যেক ক্রেতা বিক্রেতাকে সচেতন থাকার জন্য বার বার প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছি। সবাইকে মাস্ক পরিহিত অবস্থায় হাটে প্রবেশ করার জন্য অনুরোধ করছি। একসাথে যেন ৩/৪ জন মানুষ জড়োসড়ো হয়ে গরু ক্রয় বিক্রয় না করে সেদিকে নজর রাখছি। আমরা হাট কমিটি সবসময় হাটের সবার সুরক্ষার জন্য সর্বদা সচেষ্ট রয়েছি। আর এবছর করোনা ভাইরাসের কারনে দেশে অর্থনৈতিক মন্দা চলছে। তাই পশুর মালিকরা তাদের চাহিদা অনুযায়ী অর্থ নিয়ে পশু বিক্রয় করতে পারছে না। তারপরও আমাদের এই পশুর হাটে এসে ক্রেতা বিক্রেতারা মোটামুটি সাচ্ছন্দ্য নিয়ে কোরবানির পশু ক্রয় বিক্রয় করছেন।