বাংলাদেশের মানচিত্রে অবহেলিত এক গ্রামের নাম শিবপুর

56
জুয়েল ডি সানি ,চীফ রিপোর্টার 
বাংলাদেশের মানচিত্রে অবহেলিত এক নাম শিবপুর গ্রাম। বলছি বরিশাল জেলার উজিরপুর উপজেলার ১নং সাতলা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের শিবপুর গ্রামের কথা। জনসংখ্যার দিক থেকে শিবপুর গ্রাম নেই পিছিয়ে। ওই এলাকায় কয়েকটি প্রাথমিক বিদ্যালয় সহ একটি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় থাকলেও নেই তেমন শিক্ষার হার। শিক্ষার মান ভালো না থাকায় শিক্ষা হীনতায় ভুগছে এলাকার কোমলমতি শিক্ষার্থীরা। নেই তেমন যোগাযোগ ব্যবস্থার মান। সরজমিনে ঘুরে দেখা যায়, একটিও পাকা রাস্তা নেই শিবপুর গ্রামে। আরো জানা যায়, বর্ষার মৌসুমে  পায়ে হাটার মত অবস্থা থাকে না। যাতায়াতের জন্য চরম দুর্ভোগ পোহাতে হয় শিবপুর বাসীর। তাদের এই অবস্থা দেখার মতো কেউ নাই বলে জানান এলাকাবাসী।
cintv24 এর মাধ্যমে এলাকাবাসী তাদের দাবী তুলে ধরে বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের প্রাণের দাবী অচিরেই যেন আমাদের জীবন যাত্রার মান উন্নয়ন করে দেন। বর্তমান সরকারের আমলে উন্নয়নের যে জোয়ার বইছে সে উন্নয়ন থেকে আমরা শিবপুর বাসী বঞ্চিত হতে চাই না।