খুলনার কোরবানির হাটে স্বাস্থ্য বিধি মানা হচ্ছে না

77
মোঃ আল আমিন খান, খুলনা ব্যুরো
খুলনা মহানগরী ও জেলায় যে কয়েকটি গরুর হাট স্থায়ী বা ভাসমান ভাবে গড়ে উঠেছিল। গত কয়েকদিনে সরেজমিনে গিয়ে দেখা যায় সব কয়টি হাটে স্বাস্থ্য বিধির মানার প্রবণতা ছিল খুবই কম । হাট কর্তৃপক্ষের সাথে কথা হলে তারা জানান, হাট পরিচালনা করতে গিয়েই হিমশিম খেয়ে যাচ্ছি।
এদিকে নগরীরর জোড়াগেট, ফুলবাড়িগেট সহ ফুলতলা, শাহাপুর গরুর হাটে স্বাস্থ্য বিধি মানার বিষয় ছিল খুবই নাজুক। ফুলবাড়িগেট অধিকাংশ ক্রেতা বিক্রেতার মুখে ছিল না মাস্ক। পাশাপাশি জীবানু নাশক টানেল স্থাপন ছিল জরুরী বিষয়।  শুক্রবার (আজ) সরেজমিনে গিয়ে দেখা মেলে কারর মধ্যেই সামাজিক দুরত্ব ছিল না। জরসড়ভাবে বেচা কেনার দৃশ্য ছিল চোখে পড়ার মত। এ যেন যেমন খুশি তেমন সাজ। করোনা নিয়ন্ত্রনে সরকার যেখানে দিনরাত নিরলস পরিশ্রম করে যাচ্ছে। সেখানে কতিপয় জনগনের সামাজিক দুরত্ব মানার বিষয় তাচ্ছিল্য করার কারণে এই ঈদেই ভয়ংকর করোনা পরিস্থিতির আশংকা করছেন সচেতন মহল।
খুলনার সিভিল সার্জন সুজাত আহমেদ বলেন, আমরা হাট পরিচালনার ক্ষেত্রে স্বাস্থ্য বিধি মানার বিষয় নিয়ে স্পষ্ট ভাবে বলে দিয়েছি। আর যারা মানেনি তাদের বিরুদ্ধেও ব্যবস্থা গ্রহণ করা হবে।