ফকিরহাটে বজ্রপাত ও পানিতে ডুবে শিশু সহ বিভিন্ন  স্থানে মৃত্যু-৪ 

52
 ফকিরহাট থেকে বাদশা আলম
বাগেরহাট জেলার ফকিরহাট  উপজেলায় বজ্রপাত ও পানিতে ডুবে শিশু সহ বিভিন্ন স্থানে ৪ জনের মৃতু হয়েছে। উপজেলা মূলঘর ইউনিয়নের সৈয়দমহল্লা এলাকায় গফফার মোল্লা (৬০) নামে এক দরীদ্র কৃষক বজ্রপাতে মৃত্যুর ঘটনা  ঘটেছে। স্থানীয়রা জানায়, মঙ্গলবার সকাল ১০টার দিকে ধানক্ষেতে কাজ করার সময় বৃষ্টি ও আকস্মিক বজ্রপাতের ঘটনা ঘটলে ঘটনাস্থলেই তিনি মারা যান। অন্যদিকে, উপজেলার বাহিরদিয়া-মানসা ইউনিয়নের ছোট বাহিরদিয়া গ্রামে কামাল শেখের শিশুপুত্র আবু বকর শেখ নামের এক বছরের শিশুর করুন মৃত্যু হয়েছে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, সোমবার সকাল ৯টা দিকে  বাড়ীর একটি পুকুর সবার অজান্তে  পানিতে পড়ে যায়। পরিবারের লোকজন টের পেয়ে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে  কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করেন। অপদিকে, উপজেলা নলধা-মৌভোগ ইউনিয়নে দোহাজারী গ্রামে করোনায় মারা যায় নারী কল্পনা  গত ২৯ জুলাই সকালে মারা যান। এরপর তার নমূনা সংগ্রহ করে উপজেলা স্বাস্থ্য বিভাগ। ৩আগষ্ট তার করোনা পজেটিভ আসে। বিষিয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা:অসিম কুমার সমাদ্দার।উপজেলার মুলঘর অবস্থিত সাকিনা আজহার টেকনিক্যাল কলেজের পরিচালনা পরিষদের সভাপতি ও সাবেক অধ্যক্ষ কাজী ফরহাদ হোসেন (৭০)  সোমবার সকালে নিজ বাস ভবনে মারা গেছেন। তিনি দীর্ঘদিন যাবৎ নানা রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২পুত্র ও ১কন্রা সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন বলে স্থানীয় ও পরিবার সুত্রে জানা গেছে।