৯ দিনের ব্যবধানে মাওয়ায় বিলীন হল আরো একটি ঘাট

36
আরিফুর রহমান সেতু
মাত্র নয় দিনের ব্যবধানে মাওয়ায় বিলীন হয়েছে আরো একটি ঘাট। কাঠালবাড়ী- শিমুলিয়া নৌরুটের মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়া ঘাটের চার নম্বর ভি আই পি ফেরিঘাট পদ্মায় বিলীন হয়ে গেছে।
বৃহস্পতিবার  (৬ আগস্ট) আনুমানিক রাত ৩টার দিকে ভাঙন শুরু হয়। বর্তমানে পদ্মার তীব্র স্রোতে ভাঙন অব্যাহত রয়েছে।
এদিকে, ভাঙন শুরু হলে তাৎক্ষণিক পন্টুন সরিয়ে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়েছে। ভাঙতে ভাঙতে নদী পার্কিংয়ের স্থানেও এসে পড়েছে।
এসব তথ্য নিশ্চিত করেছেন শিমুলিয়া ঘাটের বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডাব্লিউটিসি) ব্যবস্থাপক সাফায়েত আহমেদ।
এ নিয়ে শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌরুটের শিমুলিয়া ঘাটের মোট চারটি ফেরিঘাটের মধ্যে দু’টি বিলীন হয়ে গেল।
এর মাত্র নয়দিন আগে তিন নম্বর ফেরিঘাটটি বিলীন হয়। ভাঙন ঝুঁকিতে পড়েছে আশেপাশে দোকানপাটগুলো। অনেকেই নিরাপদ স্থানে দোকান সরিয়ে ফেলছেন।
অন্যদিকে, সকাল ৭টার পর শিমুলিয়া ঘাটে ফেরি চলাচল বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। বৈরি আবহাওয়ায় দুর্ঘটনা এড়াতে ফেরি বন্ধ রাখা হয়েছে।