অভয়নগরে  কোকো ও বাবুর স্বরণে যুবদলের স্বরনসভা

45

শেখ আলী আকবার সম্রাট 

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র মরহুম আরাফাত রহমান কোকো ও স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি  মরহুম শফিউল বারী বাবুর স্বরণে এক স্বরণ সভা ও দোয়া মাহফিলের আয়োজন  করে অভয়নগর থানা ও পৌর যুবদল।

অভয়নগর থানা যুবদলের আহব্বায়ক মাসুদ রানার সভাপতিত্বে স্বরণ-সভা ও দোয়া মাহফিলে প্রধান  অতিথি  হিসাবে বক্তব্য রাখেন, যশোর জেলা যুবদলের সহ সভাপতি মনিরুল আলম ফারাজী। উপস্থিত ছিলেন, অভয়নগর থানা ছাত্রদলের সাবেক সভাপতি  ও নওয়াপাড়া কলেজ ছাত্র সংসদের সাবেক জিএস মোল্যা হাবিবুর রহমান (হাবিব), যশোর জেলা যুবদলের সহ সাঃ সম্পাদক অাব্দুর রশিদ বিশ্বাস,  সহ সাঃ সম্পাদক মোঃ কামাল হোসেন,নওয়াপাড়া পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহব্বায়ক মোঃ রিয়াজ উদ্দিন মিঠু, মোঃ মাহাবুব হোসেন, যুবদল নেতা রবিউল ইসলাম, মোঃ ইকবল হোসেেন, মোঃ অলিয়ার মোল্যা, ইন্তাজুল ইসলাম,  গোলাম রসুল, জাকির হোসেন, যশোর জেলা ছাত্রদলের সাবেক সমাজ সেবা সম্পাদক মোঃ সাইফুল ইসলাম,  অভয়নগর থানা ছাত্রদলের সাবেক যুগ্ন সম্পাদক তরফদার নাজির উদ্দিন, সাবেক সহ সভাপতি মোঃ মাসুদ রানা তুহিন, স্বেচ্ছাসেবক দল নেতা মোঃ সাগর শেখ একরামুল ইসলাম,  ছাত্রদল নেতা মোঃ তানভীর তরফদার,  কলেজ ছাত্রদল নেতা তাওহীদ আল উসামা, শাকিল মোল্যা, তবিবুর রহমান সাদ্দাম,  নৃরে নাইম, হৃদয় শেখ, বি এম বিল্লাল হোসেন, আবু মুছা, সিমান্ত মন্ডল,  আরিফুল ইসলাম মোঃ ররিউল ইসলাম শিশির, প্রমুখ নেতৃবৃন্দ।