সাতক্ষীরার বাঁশদহা মাদ্রাসায় জাতীয় শোকদিবস ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

95

বদরুজ্জামা খোকা। জেলা প্রতিনিধি।। সাতক্ষীরা।।

সাতক্ষীরা সদরের আলহাজ্ব মোহাম্মদ আলী দাখিল মাদ্রাসায় হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের (৪৫ তম) মৃত্যু দিবস উপলক্ষে জাতীয় শোক সামাজিক দূরত্ব বজায় রেখে যথাযথভাবে পালন করা হয়েছে । এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রুহের বিদেহী আত্মার মাগফেরাত এর জন্য বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন অত্র মাদ্রাসার সভাপতি শেখ শরিফুজ্জামান বিপুল এবং ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ। আরো উপস্থিত ছিলেন অত্র মাদ্রাসার সুপার মঈনউদ্দিন সহকারী সুপার রিয়াজুল ইসলাম, শিক্ষক -আব্দুল কাদের ,শহিদুর রহমান, মারুফ হোসেন, মহাসিন সরদার, খলিলুর রহমান, শফিকুল ইসলাম, ইয়াসিন আলি, মিতা সুলতানা, আসমা পারভীন, বদরুজ্জামান,মফিজুল হক, মহিনুর রহমান প্রমুখ।

অনুষ্ঠান শেষে সুপার সাহেব তার বক্তব্যে বলেন বঙ্গবন্ধুর জন্ম হয়েছিল বলে আজ আমরা স্বাধীন রাষ্ট্রে বসবাস করছি। এমন একটি নির্ভীক সৎ ,দক্ষ মানুষ এই মুহূর্তে বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ । তিনি আরো বলেন ২০২০ সাল বঙ্গবন্ধুর শততম জন্মবার্ষিকী। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী মুজিব কন্যা শেখ হাসিনা এই বছরকে জন্মশতবার্ষিকী মুজিব জন্মশতবার্ষিকী হিসেবে ঘোষণা দেন। পরিশেষে সভাপতি শেখ শরিফুজ্জামান বিপুল বলেন করনা ভাইরাসের প্রভাব বিশ্বের মতো বাংলাদেশেও আক্রান্ত হয়েছে। তাই সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা-সহ প্রধানমন্ত্রীর শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।