কাচিয়া ইউনিয়ন করোনা ভাইরাস পরিস্থিতি

48
আরিফুর রহমান সেতু।। সিনিয়র স্টাফ রিপোর্টার
ভোলার বোরহানউদ্দিন উপজেলার ৪ নং কাচিয়া ইউনিয়ন করোনা ভাইরাস মোকাবেলায় অনেকটাই সফল।  সচেতনতা মেনে চলাফেরা, জনপ্রতিনিধিদের কঠোর অবস্থান, তৃনমূল রাজনৈতিক ব্যক্তিদের সেবার মানসিকতার সমন্বয় সাধন ও সাধারন জনগনের সার্বিক সহযোগিতার মাধ্যমেই করোনা ভাইরাস মোকাবেলা করছেন ৪ নং কাচিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আঃ রব কাজী।
সি আই এন টিভি ২৪ অনলাইনকে একান্ত সাক্ষাতকারে বলেন, করোনা ভাইরাস মোকাবেলায় মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ মেনে আমরা এলাকায় সচেতনতামূলক প্রচার চালাই। পরবর্তীতে আমার নিজের ব্যক্তিগত তহবিল থেকে হঠাৎ  কর্মহীন হয়ে পরা সাধারণ জনগনকে ত্রান বিতরন শুরু করি। এ পর্যন্ত নিজস্ব তহবিল থেকে প্রায় ৭ লক্ষ নগদ টাকা অসহায়দের বিতরন এবং প্রায় ৪ হাজার মাস্ক বিতরণ করেছি। পাশা পাশি সরকারের বরাদ্দকৃত জি আর ত্রান  আমরা পর্যাপ্ত পরিমাণে পেয়েছি যার ফলে এলাকায় আমরা সকলের চাহিদা পুরন করতে সক্ষম হয়েছি। মাননীয় প্রধানমন্ত্রী তাৎক্ষনিক সহায়তা এবং তার কঠোর সিদ্ধান্ত আমরা সঠিকভাবে বাস্তবায়ন করার ফলে আজ আমাদের এই ইউনিয়ন করোনামুক্ত। এখন এই ইউনিয়নে কোন করোনা রোগী নেই।
তবে অর্থনীতির চাকা সচল রাখার জন্য সরকার বেশী করে চাষাবাদের কথা বলছেন। সরকার এর জন্য পর্যাপ্ত বরাদ্দ দিলেও সময়মত তা না আসায় সেই বীজ আর সার কোন কাজে আসছে না। তাই সরকার যদি এই বরাদ্দ সঠিক সময়ে দিত তাহলে কৃষকরা খুবই উপকৃত হত।