রাজৈর রিপোর্টার্স ইউনিটির ‘ বঙ্গবন্ধু ও বাংলাদেশ’  শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

49
এস এম ফেরদৌস
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস -১৫ আগস্ট  উপলক্ষে রাজৈর রিপোর্টার্স ইউনিট আয়োজন করে ‘ বঙ্গবন্ধু ও বাংলাদেশ ‘ শীর্ষক একটি আলোচনা সভা।
১৬ আগস্ট ( রবিবার) বিকাল ৫টা ৩০ মিনিটের দিকে রাজৈর টেকেরহাট শহীদ সরদার শাহজাহান গার্লস স্কুল এন্ড কলেজের অডিটোরিয়ামে সামাজিক দূরত্ব নিশ্চিতপূর্বক যথাযথ স্বাস্থ্য বিধি মেনে উক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর-রাজৈর -২ সংসদীয় আসনের মাননীয় এমপি জনাব শাহজাহান খানের স্থানীয় প্রতিনিধি ও মাদারীপুরের পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক জনাব আ ফ ম ফুয়াদ।এছাড়া,উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন রাজৈর রিপোর্টার্স ইউনিটির সম্মানিত সভাপতি এড. গৌরাঙ্গ বসু।
প্রধান অতিথি আ ফ ম ফুয়াদ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, ‘ বঙ্গবন্ধু আর বাংলাদেশ অবিচ্ছেদ্য নয়।একটা মহামিলন।বঙ্গবন্ধু রেখে গেছেন এক স্বাধীন বাংলাদেশ যার সুফল আজ আমরা ভোগ করছি।ঘাতকেরা চেয়েছিলো তাকে নির্বংশ করতে।কিন্তু
 বেচে ছিলেন বঙ্গবন্ধুর এক অগ্নিকন্যা যার নেতৃত্বে আজ আমরা বিশ্বের বুকে মাথা উচু করে দাড়াতে পেরেছি। আমাদের আগামী প্রজন্মকে বলতে হবে, জানাতে হবে বাংলাদেশ কীভাবে আসছে। তাদেরকে।চিনাতে হবে কে বঙ্গবন্ধু। ‘
সকল অন্যায় অত্যাচারের বিরুদ্ধে রুখে দারানোর জন্য প্রিন্ট ও অনলাইন কলম সৈনিকদের এগিয়ে আসার আহবান জানান তিনি।
এছাড়াও তিনি দেশপ্রেমিক মুক্তিযোদ্ধাদের কৃতিত্ব তুলে ধরে তাদের প্রতি সকলকে দায়িত্বশীল ও শ্রদ্ধাবোধ প্রদর্শনের আহবান জানান।
এছাড়াও  উক্ত আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন সভার সভাপতি এড. গৌরাঙ্গ বসু, মোকলেসুর রহমান (অধ্যক্ষ,শহীদ সরদার শাহজাহান গার্লস স্কুল এন্ড কলেজ), আলী হায়দার মিয়া ( সভাপতি,বিশ্ব পরিবেশ ও মানবাধিকার সংরক্ষণ সংস্থা, মাদারীপুর), সফিকুল ইসলাম লাভলু ( সদস্য, পরিচালনা পর্ষদ,শহীদ সরদার শাহজাহান গার্লস স্কুলের এন্ড কলেজ),  শেখ মো: একরাম ( আহবায়ক, রাজৈর উপজেলা প্রেস ক্লাব),  হাফিজুর রহমান মোল্লা ( সহ-সভাপতি, রাজৈর রিপোর্টার্স ইউনিটি),  এফ আর মামুন ( উপদেষ্টা, রাজৈর রিপোর্টার্স ইউনিটি),  নাজমুল হোসেন বাসু ( সম্পাদক, দৈনিক টেকেরহাট),  ই এইচ ইমন ( সম্পাদক, রাজৈর নিউজ), এস এম ফেরদৌস ( স্টাফ রিপোর্টার, দৈনিক ঢাকা রিপোর্ট)।