পানি নিষ্কাশনের কোন ব্যবস্থা না থাকায় জলবদ্ধতায় অভয়নগর

48

শেখ আলী আকবার সম্রাট

যশোর অভয়নগর নওয়াপাড়া পৌরসভার ৪নং ওয়ার্ড এলাকার রাস্তা ও মডেল কলেজ সংলগ্ন রোড ও কলেজ ক্যাম্পাসের পথ হালকা বৃষ্টিতেই জলাবদ্ধতায় পরিপূর্ণ হয়ে পড়ে।  যার ফলে চরম অবস্থায় পরতে হচ্ছে কলেজ সংলগ্ন ও ৪নং ওয়ার্ড’ এলাকাবাসীদের।

সরেজমিনে যেয়ে দেখা যায়, পৌরসভার ৪নং সংলগ্ন এলাকায় অবস্থিত নওয়াপাড়া মডেল কলেজ ও মডেল কলেজ রোড এলাকার চলাচলের বিভিন্ন পথে হালকা বৃষ্টিতেই পানি নিষ্কাশনের কোন ব্যবস্থা না থাকায় জলবদ্ধতায় চরম দুর্ভোগে পরেছেন ওই এলাকার শত শত মানুষ। দীর্ঘদিন পর্যন্ত রাস্তার উপর পানি জমে থাকার ফলে রাস্তা ভেঙে ও ময়লা পানি দিয়ে চলাচল করতে চরম দুর্ভোগে পরছেন তারা।

তবে এবিষয়ে পৌরসভার থেকে এখনও পর্যন্ত যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে দেখা যায়নি বলে জানা গেছে। স্থানীয় এক সূত্র মতে জানা যায়, পানি নিষ্কাশনের কোন ব্যবস্থা বা ড্রেন না থাকার কারণে বৃষ্টি হলেই এই সমস্যায় পড়তে হয়। তবে এখনো পর্যন্ত পৌর কতৃপক্ষের থেকে সঠিক কোন ব্যবস্থা নিতে দেখা যায়নি।

এ বিষয়ে এলাকাবাসী দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা গ্রহন করে এলাকাবাসীকে দুর্ভোগের হাত থেকে রক্ষা করতে উর্ধতন কর্তৃপক্ষের নিকট জোর দাবি তুলেছেন।