জোরপূর্বক কিস্তি আদায়ের বিষয় ফুলতলা সিপিবি নেতা কর্মীর নিন্দা জ্ঞাপন

70

খবর বিজ্ঞপ্তি।

বাংলাদেশ কমিউনিস্ট পার্টি (সিপিবি) এর খুলনা জেলার ফুলতলা উপজেলা শাখার সভাপতি শেখ দিদারুল ইসলাম ও সেক্রেটারী ইফতেখার রেজার স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানাযায়, করোনা মহামারীর মধ্যে শ্রমিকরা বিল বেতন পাচ্ছে না, অনেকেই কর্মহীন হয়ে পড়েছে। নিদারুন কষ্টে দিনাতিপাত করছে এ উপজেলার বৃহত্তর  জনগোষ্ঠি । সরকার থেকে মাইক্রোকেডিট প্রোগ্রাম সহ বিভিন্ন অর্থনৈতিক সংস্থার প্রতি গ্রাহকদের কাছে কিস্তি আদায়ের বিষয় শীথিলতা জারি করেছেন। তারপরেও বিভিন্ন ব্যাংক, বীমা , সমিতি সহ কয়েকটি নামি দামি প্রতিষ্ঠানও কিস্তি আদায়ে গ্রাহকদের চাপ সৃস্টি করে যাচ্ছে । ফলে ফুলতলা উপজেলা শাখার সিপিবি কমিটির পক্ষ থেকে নিন্দা জানিয়েছেন সভাপতি দিদারুল ইসলাম, সেক্রেটারী ইফতেখার রেজা, মো. মনিরুজ্জামান, রেজাউল করিম, জামান হোসেন, আলমগীর সরদার (প্রমুখ)।

উল্লেখ্য, প্রশাসনের প্রতি বিষয়টি নিয়ে হস্তক্ষেপ কামনা করেছেন নেতৃবৃন্দ।