খালিশপুরের মহসিন কলেজ থেকে পিপলস গোল চত্বর পর্যন্ত রোডের বেহাল দশা

68

সাহিদুজ্জামান সাগর,খালিশপুর থানা প্রতিনিধি

খুলনার খালিশপুর  হাজি মুহসিন কলেজ থেকে পিপলস গোল চত্বর মেইন রোড এ সড়কটির বর্তমান অবস্থা এতই বেহাল যে, বড় বড় খানা-খন্দ ও গর্ত হয়ে চলাচলের অযোগ্য হওয়ার উপক্রম হয়েছে।

বিভিন্ন স্থানে বিটুমিন উঠে গিয়ে বড় বড় খানা-খন্দের সৃষ্টি হয়েছে। বিভিন্ন স্থানে ডেবে বড় বড় গর্তে পরিণত হয়েছে। বৃষ্টির সময় এসব স্থানে পানি জমে থাকে। এ অবস্থায় সড়কটি দিয়ে জনসাধারণের চলাচলে ভোগান্তি পোহাতে হচ্ছে প্রতিনিয়ত।যার ফলে সড়কটি বর্তমান বেহাল অবস্থা। বিভিন্ন স্থানে বিটুমিন উঠে গেছে। আবার কোথাও কোথাও বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। এছাড়া কয়েকটি স্থানে ডেবে গিয়ে বড় বড় গর্তের সৃস্টি হয়েছে। বৃষ্টির সময় পানি জমে থাকছে। যার ফলে প্রায় ঘটছে ছোট-বড় দুর্ঘটনা। আর জনসাধারনের চলাচলে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।
১০ নং ওয়ার্ড কাউন্সিলর কাজী তালাত হোসেন কাউট জানান খুলনা সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র তালুকদার আব্দুল খালেক মহোদয়ের আন্তরিকতার কোন অভাব নেই।এইখান থেকে নাগরিক সুবিধার জন্যই গ্যাসের লাইন ওয়াটার লাইন গিয়েছে তার ফলে রাস্তা ভাঙা পড়েছে রাস্তা চলাচলের মানুষের দুর্ভোগ হচ্ছে এইটা দ্রুত সমাধান করা হবে এবং এই রোডটা দ্রুত চলাচলের উপযোগী হবে বলে আশ্বাস দিয়েছেন তিনি।
এই রোডের বাসিন্দা মোঃসাকিনুর হিমেল জানান কেসিসি উন্নয়ন কাজের জন্য এই রোড খনন করা হয়েছিল। গ্যাস লাইন পাইপ সংস্থাপন করা হয়।মাননীয় মেয়র খালিশপুর উন্নয়ন কাজ ব্যপক ভুমিকা রেখেছেন।কেসিসি কতৃপক্ষের সহযোগিতা চান এই যুবক।