খানজাহান আলী থানা প্রেস ক্লাবের বিশেষ সভা অনুষ্ঠিত

82

খবর বিজ্ঞপ্তি।

খানজাহান আলী থানা প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মোশারফ হোসেনের সভাপতিত্বে মঙ্গলবার সন্ধ্যায় এক জরুরী সভা অনুষ্ঠিত হয়। সভায় আগামী ২৯ আগষ্ট জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগস্টে ঘাতকদের বুলেটে নিহত শহিদদের আত্মার মাগফেরাত কামনায়  দোয়া ও আলোচনা সভার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এছাড়া প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি প্রয়াত শেখ আনছার আলীর স্মরনে বিশেষ আলোচনা করা হয়। সভা শেষে সাম্প্রতিক মশিয়ালী গ্রামের ট্রিপল মার্ডারের প্রধান আসামী মিল্টন শেখের স্ত্রী তানিয়ার দায়ের করা মিথ্যা মামলায় সাংবাদিক রোজোয়ান সহ ৫২ জন নিরীহ গ্রামবাসিকে ফাঁসানোর অপতৎপরতায় নিন্দা জ্ঞাপন করা হয় অত্র প্রেস ক্লাবের পক্ষ থেকে।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন খানজাহান আলী থানা প্রেস ক্লাবের সেক্রেটারী শেখ আসলাম হোসেন, শেখ হাবিবুর রহমান, দৈনিক ঢাকা রিপোর্ট এর বিশেষ প্রতিনিধি আবু হামজা বাঁধন, মোড়ল মুজিবুর রহমান, অনিমেষ কুমার মন্ডল, মিয়া বদরুল আলম, রেজোয়ান আকুঞ্জী রাজা, মনিরুল ইসলাম মোড়ল,  কিশোর কুমার, বেগ হাফিজুর , আতিকুর রহমান, ফরহাদ মোড়ল প্রমুখ।