খুলনা সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর জন্য অত্যাবশ্যকীয় স্বাস্থ্য সেবার মান নিশ্চিত ও উন্নয়নে পরামর্শ সভা অনুষ্ঠিত

95

খুলনা সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর জন্য অত্যাবশ্যকীয় স্বাস্থ্য সেবার মান নিশ্চিত ও উন্নয়নের লক্ষ্যে পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সাকাল থেকে দুপুর পর্যন্ত নগরীর স্কুল হেলথ ক্লিনিকে এ পরামর্শ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন খুলনা জেলার সিভিল সার্জন ডাঃ সুজাত আহমেদ । সভায় কোভিড পজেটিভ মা,শিশু, নবজাতকের স্বাস্থ্য সেবার উপরে প্রেজেন্টেশন উপস্থাপন করেন সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রন) শেখ সাদিয় মনোয়ারা ঊষা,।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন গাইনোকলজিস্ট ডাঃ ইসমত আরা, শিশু বিশেষজ্ঞ ডাঃ শারাফাত হোসেন, ২৫০শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মুরাদ হোসেন, ও সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার সাবরিনা স্নিগ্ধা। অনুষ্ঠানে প্রায় অর্ধশতাধিক সুবিধাবঞ্চিতরা অংশনেয় ।