গোপালগঞ্জে চাঁদাবাজির দ্বায়ে এক যুবক আটক

41
জেলা প্রতিনিধি, গোপালগঞ্জ
গোপালগঞ্জের মহা-সড়কে চাঁদাবাজির সময় এক যুবককে আটক করে তিন মাসের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত ।
গত রোববার বিকেলে ভ্রাম্যামান আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ সালাউদ্দীন দিপু এ রায় দেন। দন্ডপ্রাপ্ত যুবক হচ্ছেন গোপালগঞ্জ শহরের বেদগ্রামের শেখ মিলুর ছেলে শেখ নাজমুল (৩৫)  স্থানীয় জনগণের কাছ থেকে জানা যায়, শেখ নাজমুল অনেকদিন যাবত মহা-সড়কে দূরপাল্লার গাড়ী থামিয়ে চাঁদাবাজি করতো। স্থানীয় জনগন ও যানবাহনের শ্রমিকরা তার এই চাঁদাবাজির জন্য অতিষ্ঠ হয়ে পড়েছিলেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ সালাউদ্দীন দিপু জানান, ওই যুবক  ঢাকা-খুলনা মহা-সড়কে যানবাহন থামিয়ে চাঁদাবাজি করছিলেন।
এ সময় তাকে আটক করে ৩ মাসের কারাদন্ড প্রদান করা হয়। গোপালগঞ্জ জেলার সব সড়কে চাঁদাবাজি বন্ধে জেলা প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান ওই কর্মকর্তা।