মামলা যদি দিতে হয় এ ইউনিয়নের প্রত্যেকের বিরুদ্ধে দিক : ইউপি চেয়ারম্যান মনিরুল

মশিয়ালীর ট্রিপল মার্ডারের ঘটনায় মিছিল ও প্রতিবাদসভা

333

আবু হামজা বাঁধন, ডেক্স রিপোর্ট

খুলনার মশিয়ালী গ্রামের ট্রিপল মার্ডারের ঘটনার দাগ কাটতে না কাটতে উল্টো আসামী পক্ষের হামলার শিকার হচ্ছে মশিয়ালী গ্রামের সাধারন নিরীহ কিছু মানুষ। এছাড়া যাদের হত্যা করা হয়েছে তাদের পরিবারের সদস্যদের উল্টো মামলার জালে ফেলছে ট্রিপল মার্ডারের প্রধান আসামী মিল্টন শেখের স্ত্রী তানিয়া। এ ঘটনার প্রতিবাদে মশিয়ালী গ্রামবাসি শুক্রবার বিকাল ৫টায় বিক্ষোভ মিছিল বের করে। মিছিল শেষ ইস্টার্ণগেট চত্ত্বরে এক প্রতিবাদ সভার আয়োজন করা হয়। সভায় শ্রমিকনেতা সরদার আব্দুল হামিদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ১নং আটরা গিলাতলা ইউপি চেয়ারম্যান আলহাজ্ব শেখ মনিরুল ইসলাম।

ট্রিপল মার্ডারের ঘটনায় বিক্ষোভ মিছিল
ট্রিপল মার্ডারের ঘটনায় বিক্ষোভ মিছিল

প্রধান অতিথি মনিরুল ইসলাম তার বক্তব্যে বলেন, এমন ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়ে উল্টো আসামীদের পরিবার মামলার ফাঁদ পেতেছে। মামলা যদি দিতে হয় এ ইউনিয়নের প্রত্যেকের বিরুদ্ধে দিক। আমরা স্বেচ্ছায় কারাবরণ করব। আজ যদি অপরাধীদের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে উল্টো মামলার শিকার হতে হয় , তাহলে আমরা ভাষাহীন। প্রধান অতিথি আরো বলেন, অবিলম্বে সাংবাদিক রেজোয়ান রাজা সহ ৫৩জন সাধারন শান্তিকামি গ্রামবাসীর বিরুদ্ধে মামলা প্রত্যাহার করতে হবে।
প্রতিবাদ সভায় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, ইউপি সদস্য এস এম বখতিয়ার পারভেজ, হুমায়ুন , শিড়িনা আক্তার, আ: সত্তার মোল্যা, সাংবাদিক শেখ আসলাম হোসেন, মোশারফ হাওলাদার, আমিরুল ইসলাম, আ: রব মোল্যা, মনিরুল ইসলাম ছোট্ট, মুন্সী শামীম, রেজোয়ান আকুঞ্জী রাজা, আ: সালাম গাজী, তৈয়বুর রহমান, হানিফ, ফজর আকুঞ্জী, উজ্জল (প্রমুখ)।