ফকিরহাটে সন্ত্রাসী হামলায় স্বামী স্ত্রী সন্তান সহ তিনজন আহত

45
ফকিরহাট থানা প্রতিনিধিঃ     
বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলায়  জমির সীমানা নিদ্ধারন নিয়ে প্রতিপক্ষের সন্ত্রাসী হামলা একই পরিবারের স্বামী স্ত্রী ও সন্তান সহ তিনজন গুরুত্বর আহত হয়েছেন। আজ ২৯/০৮/২০২০ ইং শনিবার সকাল ৮টায় লখপুর ইউনিয়নের জাড়িয়া বারুইডাঙ্গা এলাকায় এঘটনা ঘটে। ভুক্তভোগী মোনতাজ উদ্দিন শেখের পুত্র মনিরুল ইসলাম জানান, একটি জমির সীমানা নিদ্ধারন নিয়ে একই এলাকার মৃতঃ মান্নান শেখের পুত্র যথাক্রমে ইকবাল, শাহাজাহান, ইব্রাহিম ও মিজান এর সাথে বিরোধ চলে আসছিল। ঘটনার দিন সকালে তিনি বাচ্চাকে কোলে নিয়ে রাস্তায় আসলে পূর্বে থেকে ওৎ পেতে থাকা উপরোক্ত ব্যাক্তিরা মনিরুল (৩৮) ইসলামকে মারপিট করতে থাকে। এসময় স্ত্রী রেশমা (৩০) বেগম বাধা দিতে এলে তাকে ও তার সন্তান জান্নাত (২)-কে পিটিয়ে গুরুত্বর আহত করে। খবর পেয়ে স্থানীয়রা তাদেরকে মুমুর্য অবস্থায় উর্দ্ধার করে উপজেলা সরকারী হাসপাতালে ভর্তি করেন। সেখানে মনিরুলের অবস্থার চরম অবনতি হলে তাঁকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। হাসপাতালের ইমারসেন্সি বিভাগের মেডিকেল অফিসার ডাঃ দিপু আহম্মেদ বলেন তার মাথায় ১৫টি সিলাই লেগেছে। এরিপোট লেখা পর্যন্ত মডেল থানায় মামলার প্রস্তুতি চলছিল।