চালনা পৌরসভায় জাতীয় শোক দিবস পালিত 

99
চালনা (দাকোপ) থেকে ফিরে আরাফাত হোসেন

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর ৪৫তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে দাকোপের চালনা পৌরসভা ও পৌর আওয়ামী লীগের যৌথ উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকাল ৩ টায় চালনা পৌরসভা মিলনায়তনে পৌর মেয়র সনত কুমার বিশ্বাসের সভাপতিত্বে এবং শ্রমিকলীগনেতা অমরেশ ঢালী ও যুবলীগনেতা রতন মন্ডলের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন দাকোপ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব শেখ আবুল হোসেন। প্রধান বক্তার বক্তৃতা করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান বিনয় কৃষ্ণ রায়। বিশেষ অতিথির বক্তৃতা করেন থানা পুলিশের অফিসার ইনচার্জ শেখ সেকেন্দার আলী, জেলা পরিষদ সদস্য জয়ন্তী রানী সরদার, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধালণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান শেখ আব্দুল কাদের, ইউপি চেয়ারম্যান পঞ্চানন মন্ডল, এ বিএম রুহুল আমীন, পৌরসভা আওয়ামী লীগের সভাপতি শেখ শফিকুল ইসলাম আক্কেল জেলা পরিষদ সদস্য কে এম কবির হোসেন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান খাদিজা আকতার, লিপিকা বৈরাগী, পৌর সচিব সিরাজুল ইসলাম, উপ-সহকারী প্রকৌশলী প্রনব মল্লিক। বক্তৃতা করেন আওয়ামী লীগনেতা রবার্ট জীবন্ত নাথ, উপজেলা শ্রমিকলীগ সভাপতি গোবিন্দ বিশ্বাস, চালনা পৌর প্যানেল মেয়র আব্দুল গফর সানা, কাউন্সিলর আমোদিনী রায়, দেবাশিষ ঢালী, রবীন্দ্র নাথ সরদার, রুস্তম আলী খান, আয়ুব আলী কাজী, জামিলা বেগম বেবী, কসলেশ গোলদার, নিতাই বাছাড়, জি এম রেজা মোঃ শিপন ভূঁইয়া, কুমারেশ বিশ্বাস, মনি মোহন মন্ডল, হবিবর রহমান শেখ, মহল লাল সাহা, দীনবন্ধু রায়, সুভাংকর রায়, ননী গোপাল মন্ডল, যুবলীগনেতা আব্দুল্লাহ আল মাসুম, আরাফাত আজাদ, মেহেদী হাসান বুলবুল, লোকমান গাজী, উপজেলা ছাত্রলীগের সভাপতি আজগর হোসেন বাপ্পি, মনিরুল ইসলঅম রনি, রাসেল কাজী, রাহুল রায়, মাসুম হাওলাদার, প্রমুখ।