রায়েরমহলে সড়ক এখন খানাখন্দে ভড়া, কর্তৃপক্ষের ঘুম ভাঙ্গার অপেক্ষায় এলাকাবাসি

86

খুলনা থেকে শাহ্‌নেওয়াজ জামান।।

খুলনাস্থ কে ডি এ জলিল সরনির (রায়েরমহল অংশ) দুরবস্থা, ক্ষুব্ধ এলাকাবাসি, আশু সংস্কারের আবেদন

কে ডি এ জলিল সরনির বয়রা বাজার চার রাস্তার মোড় একটি গুরুত্বপূর্ণ জায়গা, যেখান থেকে খুলনা মেডিকেল হাসপাতাল, সোনাডাঙ্গা , আবু নাসের হাসপাতাল, নতুন রাস্তা এবং আজিজের মোড় ও মোস্ত’র মোড় এ যাওয়া যায়। বর্ষা কালে এই প্রতিটি রাস্তা খানা খন্দে ভরে যায়,  চলাচলের অনুপযুক্ত হয়ে যায় এবং দুর্ঘটনা ঘটার প্রবনতা বেড়ে যায়। বয়রা বাজার থেকে মোস্ত’র মোড় পর্যন্ত দুই লেনের রাস্তার প্রায় পুড়োটাই ভাঙ্গা। এ কারনে হালকা ও ভারি যানবাহন গুলো উলটো পথে (রং ওয়ে) তে চলে যা দুরঘটনার প্রবন্তা আরো বাড়িয়ে দেয়। গত ৩০/০৮/২০২০ আনুমানিক ১২ টার দিকে ঊল্টো পথে এসে একটি ইযিবাইক একটি মোটর সাইকেল কে ধাক্কা দেয়, মোটর সাইকেল আরোহী ছাড়া আর কেঊ আহত হয়নি বিলে জানা যায়।এলাকাবাসি সবাই ই বলেন যে এমন দুরঘটনা প্রায় ই ঘটে যার কারন রাস্তা সংস্কার না করা ও উলটো পথে গাড়ী চালনা।

এ মর্মে, এলাকাবাসী ও ভুক্তভুগী দের যথাযথ কর্তৃপক্ষের কাছে  বয়রা বাজার এ একটি ট্র্যাফিক আইল্যান্ড স্থাপন করা ও ক্ষতিগ্রস্থ রাস্তা সমুহের আশু সংস্কার করা। তবে কর্তৃপক্ষের ঘুম ভাঙ্গার অপেক্ষায় রয়েছেন সচেতন মহল।