ঝিনাইদহে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে উদযাপন হতে যাচ্ছে দুর্গাপূজা

52
মোঃ আল আমিন খান, ব্যুরো চিফ খুলনা
শুক্রবার দুপুরে শহরের মদন মোহন মন্দির প্রাঙ্গণে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে ঝিনাইদহে দুর্গাপূজা উদযাপন করা হবে। শারদীয় দুর্গোৎসব উপলক্ষে আয়োজিত আলোচনাসভায় এমন সিদ্ধান্ত হয়েছে। সভা থেকে আগামী ২২ অক্টোবর থেকে শুরু হওয়া দুর্গাপূজা সামাজিক দুরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে উদযাপনের জন্য সবার প্রতি আহ্বান জানানো হয়। এ আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সদর ও পৌর শাখা। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সদর উপজেলা শাখার সভাপতি বিনয় কৃষ্ণ বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর থানার ওসি মিজানুর রহমান। সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক উত্তম গাঙ্গুলীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ জেলা শাখার সভাপতি নারায়ণ চন্দ্র বিশ্বাস, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ জেলা শাখার সহ-সভাপতি অ্যাড.কানন কুমার দাস, পৌর পূজা পরিষদের সভাপতি সাধন কুমার সরকার, সদর পূজা পরিষদের সহ-সভাপতি গৌতম অধিকারী, শ্রী শ্রী মদন মোহন মন্দির কমিটির সাধারণ সম্পাদক সুশান্ত সরকার, ছাত্র যুব ঐক্য পরিষদ জেলা শাখার সভাপতি পলাশ বিশ্বাস, সাধারণ সম্পাদক প্রসেনজিৎ ঘোষ শিপন প্রমুখ।