ফুলতলা প্রতিদিনের প্রধান সম্পাদককে মিথ্যা মামলার হুমকির প্রতিবাদে নড়াইলে মানববন্ধন

83

ডেক্স রিপোর্টার :

ফুলতলা প্রতিদিনের প্রধান সম্পাদককে মিথ্যা মামলার হুমকির প্রতিবাদে নড়াইলের মির্জাপুরে সাংবাদিকদের বিক্ষোভ, প্রতিবাদ ও মানববন্ধন। দক্ষিণাঞ্চলের মানুষের মুখপত্র ফুলতলা প্রতিদিন পত্রিকার প্রধান সম্পাদক ও জাতীয় দৈনিক দিন প্রতিদিন পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক খন্দকার আছিফুর রহমানকে সংবাদ প্রকাশের জের ধরে নড়াইলের মির্জাপুরের পর্ণোগ্রাফার বেনজীর আহমেদ মোল্যা কর্তৃক মিথ্যা মামলা হুমকির প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন করেছে সাংবাদিকরা।

১৯ সেপ্টেম্বর শনিবার বিকাল ৪টায় নড়াইলের মির্জাপুর বাজারস্থ ফুলতলা প্রতিদিনের প্রধান কার্যালয়ের সামনে সাংবাদিকদের উক্ত প্রতিবাদ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।

উক্ত প্রতিবাদ ও মানববন্ধনে নড়াইল, নওয়াপাড়া, যশোর, ফুলতলা, খানজাহানআলী ও খুলনা সহ বিভিন্ন এলাকা থেকে আগত প্রায় ৪০ জন সাংবাদিক উপস্থিত থেকে অংশগ্রহন করেন।

মানববন্ধন ও প্রতিবাদ সভায় ফুলতলা প্রতিদিন পত্রিকার প্রধান সম্পাদক ও জাতীয় দৈনিক দিন প্রতিদিনের ব্যবস্থাপনা সম্পাদক প্রথিতযশা সাংবাদিক খন্দকার আছিফুর রহমানকে মিথ্যা মামলার হুমকি দেয়ায় ক্ষোভ ও নিন্দা জানাননো হয়।

এসময় বক্তারা বলেন, মির্জাপুরের মোহাম্মদ বেনজীর আহম্মেদ মোল্যা নামের ব্যক্তির পর্ণোগ্রাফী ভিডিও সংক্রান্ত সকল তথ্য ও প্রমান নিয়ে ফুলতলা প্রতিদিন পত্রিকায় গত ১৭ সেপ্টেম্বর বৃহস্পতিবার একটি সংবাদ প্রকাশিত হয়। উক্ত সংবাদ প্রকাশের দিন রাতে বেনজীর মোল্যা ফুলতলা প্রতিদিনের প্রধান সম্পাদক খন্দকার আছিফুর রহমানের অফিসিয়াল মোবাইল ০১৯৭২-৭৮৪২৮৩ নাম্বারে ফোন দিয়ে ১০ মিনিটের অধিক সময়ে বিভিন্ন হুমকি-ধামকি সহ মিথ্যা মামলা করার হুমকি প্রদান করে (যার রেকর্ড সংরক্ষনে রয়েছে)। আমরা সাংবাদিকরা উক্ত হুমকির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

প্রতিবাদ সভায় ফুলতলা প্রতিদিনের সম্পাদক ও প্রকাশক মো: সুমন সরদার বলেন-আমরা ফুলতলা প্রতিদিন পত্রিকায় পর্ণোগ্রাফার বেনজীর আহম্মেদ মোল্যার বিরুদ্ধে যে সংবাদ প্রকাশ করেছি; তার যথাপোযোক্ত তথ্য ও প্রমাণাদী রয়েছে। যেহেতু সংবাদ প্রকাশিত হয়েছে সেখানে আমাদের পত্রিকায় প্রতিবাদ প্রেরণ বা আইনগতভাবে উকিল নোটিশ দেয়াতো দূরের কথা বেনজীর মোল্যা আমার মালিকানাধীন পত্রিকার প্রধান সম্পাদক খন্দকার আছিফুর রহমানকে মিথ্যা মামলার হুমকি প্রদান করেছে। যা অশোভন আচরণ আর বেআইনীও বটে। আমি উক্ত হুমকির বিষয়ে কঠোর প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি।

এব্যাপারে আইন প্রয়োগকারী সংশ্লিষ্ট প্রশাসনের দৃষ্ঠি আকর্ষণ করে খন্দকার আছিফুর রহমানের নিরাপত্ত্বাজনিত সকল প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবী জানাচ্ছি।

মানববন্ধনে খুলনার খানজাহান আলী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেখ আসলাম হোসেন বলেন, ফুলতলা প্রতিদিনের প্রধান সম্পাদক বন্ধুবর খন্দকার আছিফুর রহমানকে সংবাদ প্রকাশের জের ধরে পর্ণোগ্রাফার বেনজীর আহম্মেদ মোল্যা কর্তৃক মামলার হুমকি দেয়া মানে সমগ্র বাংলাদেশের সাংবাদিক সমাজকে হুমকি দেয়া। সাংবাদিকদের প্রতি হুমকি দেয়ার দূ:সাহস একজন পর্ণোগ্রাফার পায় কোথা থেকে। তার খুঁটির জোর কোথায়? এটা আমরা সাংবাদিক সমাজ জানতে চাই।

তিনি হুশিয়ারী উচ্চারণ করে বলেন, পর্ণোগ্রাফার বেনজীরের হুমকির ধারাবাহিকতায় যদি খন্দকার আছিফুর রহমানের বিরুদ্ধে একটি মিথ্যা মামলাও হয়; তাহলে শুধু নড়াইল নয়, খুলনা বিভাগের সকল সাংবাদিকরা বসে থাকবে না। আমরা সাংবাদিক সমাজ রাজপথে নেমে কঠোর আন্দোলনে যাবো।

মানববন্ধন ও প্রতিবাদ সভায় উপস্থিত সিআইএন টিভি টুয়েন্টিফোর এর সম্পাদক ও খুলনা শিল্পাঞ্চল সাংবাদিক ঐক্য পরিষদের সভাপতি বিশিষ্ট সাংবাদিক নেতা আবু হামজা বাঁধন বলেন, খুলনা বিভাগের সাংবাদিকরা সাংবাদিকতা করতে গিয়ে নানা হামলা-মামলা ও হুমকির মধ্যে সাংবাদিকতা করছে। এমনকি বহু সাংবাদিককে প্রাণও দিতে হয়েছে। আমরাও সাংবাদিকতা করতে গিয়ে প্রয়োজনে সত্য সংবাদ প্রকাশের ক্ষেত্রে প্রথিতযথা সাংবাদিকতার ক্ষেত্রে প্রাণও দিতে রাজি। কারো রক্ত চক্ষুকে আমরা সাংবাদিক সমাজ ভয় করিনা।

তিনি কঠোর হুশিয়ারী উচ্চারণ করে বলেন, গণমাধ্যম হচ্ছে রাষ্ট্রের সংবিধানের গুরুত্বপূর্ণ স্তম্ভসমূহের মধ্যে অন্যতম। সেই গণমাধ্যমের প্রতিনিধিদের উপর হুমকি-ধামকি বা মিথ্যা মামলা হলে মির্জাপুরের উক্ত পর্ণোগ্রাফার বেনজীর আহম্মেদতো দূরের কথা তার অবৈধ শক্তির উৎস খুঁজে বের করে মূলউৎপাটনের মাধ্যমে মদদদাতাদের সকলের মুখোশ সমাজের সামনে তুলে ধরা হবে। কারো রক্তচক্ষুকে আমরা সাংবাদিক সমাজ ভয় করি না।

ফুলতলা প্রতিদিনের সহকারী সম্পাদক সাংবাদিক মামুন মোল্যা বলেন, প্রথিতযশা সাংবাদিক খন্দকার আছিফুর রহমান (তোতা) কে প্রাণ নাশের হুমকি প্রদান করেছে নড়াইলের বহু অভিযোগের হোতা বেনজির আহমেদ। সাম্প্রতিক সামাজিক মাধ্যমে বেনজির আহমেদ এর একটি পর্ণ ভিডিও ভাইরাল হয়। এ পর্ণ ভিডিও বেনজির নিজেই বানিয়েছে। নড়াইলের মির্জাপুর বাসি তার অত্যাচারে অতিষ্ট। ফলে বেনজির আহমেদ এর বিরুদ্ধে এলাকাবাসীর মানবন্ধন সহ প্রতিবাদ কর্মসূচি হয়।

তিনি বলেন, সংবাদ প্রকাশের বিষয়টি নিয়ে ফুলতলা প্রতিদিনের প্রধান সম্পাদক খন্দকার আছিফুর রহমানকে মিথ্যা মামলায় জড়ানোর জন্য শাশায় বেনজির। ইতিমধ্যে বেনজিরকে নড়াইল থানা পুলিশ গ্রেফতার করতে সক্ষম হয়। বেনজীরের হুমকির প্রতিবাদ জানাতে বিভিন্ন পত্রিকার সাংবাদিকরা এই মানবন্ধন ও প্রতিবাদ সভায় উপস্থিত হয়েছি।

মানববন্ধনে সাংবাদিক শেখ আসলাম হোসেন, মো: সুমন সরদার, সিনিয়র সাংবাদিক আবু হামজা বাঁধন, খন্দকার আছিফুর রহমান, সাংবাদিক মামুন মোল্যা ছাড়াও সাংবাদিক তরিকুল ইসলাম টলার, সাংবাদিক মোশারফ হাওলাদার, সাংবাদিক খুরশীদ আলম মোড়ল, সাংবাদিক মেহেদী হাসান, সাংবাদিক আলামীন, সাংবাদিক মাসুদ রানা ভূইয়া, সাংবাদিক জামির হোসেন, সাংবাদিক শিবপদ শুভ, সাংবাদিক জয়দেব, সাংবাদিক রফিকুল ইসলাম, সাংবাদিক আলম, সাংবাদিক মাসুম, সাংবাদিক মোহিতুল ইসলাম রানা, সাংবাদিক সৈয়দ বিশারাত হোসেন রাজা, সাংবাদিক জাহিদ হোসেন, সাংবাদিক সৈয়দ রমজান আলী, সাংবাদিক মো: জোবায়ের, সাংবাদিক মো: সজল, সাংবাদিক এম মাহমুদুল হাসান (নিপুন) সহ নড়াইল, খুলনা, ফুলতলা, খানজাহান আলী, যশোর, নওয়াপাড়া থেকে আগত বিভিন্ন পত্রিকায় কর্মরত প্রায় ৪০ জন সাংবাদিক অংশগ্রহন করেন।

উল্লেখ্য, নড়াইলের মির্জাপুরে প্রশাসনের চোখকে ফাঁকি দিয়ে নিজের তৈরি পর্ণোগ্রাফী ভিডিও ব্যবসা করে কোটিপতি বেনজীরের বিরুদ্ধে ফুঁসে উঠেছে মির্জাপুরের সাধারণ মানুষ তথা এলাকাবাসী। গত ১৭ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকাল ৫টায় নড়াইলের মির্জাপুর বাজারে সর্বস্তরের জনসাধারণের অংশগ্রহনে বহু অপকর্মের হোতা জামির মোল্যার ছেলে বেনজীর আহম্মেদ মোল্যার গ্রেফতার ও শাস্তির দাবীতে মাননীয় স্বরাষ্ট্র মন্ত্রী, দূর্নীতি দমন কমিশন, নড়াইল পুলিশ সুপার সহ সংশ্লিষ্ট আইন প্রয়োগকারী সংস্থার দৃষ্টি আকর্ষণ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনে এক বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়। যার ধারাবাহিকতায় ১৮ সেপ্টেম্বর শুক্রবার নড়াইল থানা পুলিশের হাতে আটক হয় বেনজীর মোল্যা।

গত ১৫ সেপ্টেম্বর ফুলতলা প্রতিদিন পত্রিকায় “নড়াইলের মির্জাপুরে প্রশাসনের চোখকে ফাঁকি দিয়ে নিজের তৈরি অশ্লীল পর্ণোগ্রাফী ভিডিও ব্যবসায় করে কোটিপতি বেনজীর” শীর্ষক সংবাদ প্রকাশ করা হয়। উক্ত সংবাদের জের ধরে পর্ণোগ্রাফী ভিডিও ব্যবসায়ী বেনজীর আহম্মেদ মোল্যা কর্তৃক ফুলতলা প্রতিদিন পত্রিকার প্রধান সম্পাদক খন্দকার আছিফুর রহমানকে মিথ্যা মামলার হুমকি প্রদান করে।

সংবাদ প্রকাশের দিন ১৫ সেপ্টেম্বর রাতে ফুলতলা প্রতিদিনের প্রধান সম্পাদক ও জাতীয় দৈনিক দিন প্রতিদিনের ব্যবস্থাপনা সম্পাদক খন্দকার আছিফুর রহমান এর অফিসিয়াল ০১৯৭২-৭৮৪২৮৩ নাম্বারে ফোন দিয়ে নানা ক্ষোভ প্রকাশ করে মামলা করার হুমকি প্রদান করে (যার রেকর্ড সংরক্ষণে রয়েছে)।

উক্ত বেনজীরের অপকর্ম ও হুমকির বিষয়ে জেনে ক্ষোভে ফেটে পড়ে স্থানীয় এলাকাবাসী সহ সাংবাদিক সমাজ। এর সুত্র ধরে বেনজীরের অপরাধমূলক কর্মকান্ডের এবং সাংবাদিকদের হুমকির প্রতিবাদে ক্ষোভ প্রকাশ করে বিচার দাবীতে ১৯ সেপ্টেম্বর শনিবার নড়াইলের মির্জাপুরে সাংবাদিকরা এই প্রতিবাদ সভা ও মানববন্ধনের আয়োজন করে।

এদিকে, উক্ত বেনজীর মোল্যার অপরাধের বিরুদ্ধে ফুলতলা প্রতিদিন ছাড়াও জাতীয় দৈনিক দিন প্রতিদিন, সিআইএনটিভি২৪, আজকের দেশ, খুলনা ক্র্যাইম নিউজ, চিটাগাং ক্রাইম নিউজ, অপরাধ তালাশ২১ পর্ব সহ বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়। যা সংশ্লিষ্ট প্রশাসনের দৃষ্টি আকর্ষিত হয়েছে।

ফুলতলা প্রতিদিনের প্রধান সম্পাদককে মামলার হুমকি দেয়ায় ঢাকার বিভিন্ন জাতীয় দৈনিক পত্রিকার সম্পাদক, মানবাধিকার সংগঠক, সংবাদিক সহ সাংবাদিক নেতৃবৃন্দ প্রতিবাদ ও বিবৃতি দিয়েছেন।

বিবৃতিদাতারা হলেন- জাতীয় দৈনিক মানবাধিকার প্রতিদিনের সম্পাদক ও পরিবেশ সংরক্ষণ মানবাধিকার বাস্তবায়ন সাংবাদিক সোসাইটির চেয়ারম্যান জি.এম শহিদুল ইসলাম, জাতীয় দৈনিক দিন প্রতিদিনের সম্পাদক এডভোকেট শফিকুল ইসলাম সাদ্দাম, জাতীয় দৈনিক বাণী- পাক্ষিক শিশুর মুখ পত্রিকার সম্পাদক এবং জয় বাংলা সাংবাদিক পরিষদের চেয়ারম্যান ফরিদউদ্দীন আল আজাদ, জাতীয় দৈনিক গণ তদন্ত পত্রিকার উপ-সম্পাদক মাসুদ হোসেন খান, জাতীয় দৈনিক বর্তমান দেশবাংলার সম্পাদক মো: হেলাল উদ্দীন, আজকের দেশ পত্রিকার সম্পাদক ও প্রকাশক আমিনুর রহমান বাদশা, খবর প্রতিদিনের সম্পাদক ও কেটিভি বাংলার চেয়ারম্যান মামুনুর হাসান টিপু, খবর প্রতিদিনের ভারপ্রাপ্ত সম্পাদক খন্দকার আমিনুর রহমান, বাংলাদেশ অবজারভারের মো: ফরহাদ হোসেন, দৈনিক ইনকিলাবের মো: জাকির হোসেন, দৈনিক ভোরের পাতার ছগির আমেদ, দৈনিক বাণীর মো: মিজান প্রমুখ।