অভনগরে জলাকার উন্মুক্ত রাখতে ডিসি অফিসে আবেদন

71

মেহেদী হাসান ইরান, স্টাফ রিপোর্টার
যশোর জেলার অভয়নগর উপজেলার ৮নং সিদ্ধিপাশা ইউনিয়নের নাউলী গ্রামের পূর্ব বিলের সরকারি জলাকার এলাকাবাসির জন্য ইজারা না দিয়ে উন্মুক্ত রাখতে তিন শতাধিক ব্যক্তির গণস্বাক্ষরযুক্ত একটি আবেদন যশোর জেলা প্রশাসক বরাবর জমা দেওয়ার খবর পাওয়া গেছে। আবেদন থেকে জানা যায় একই ইউনিয়নের বৃহত্তম পূর্ব বিলের চতুরপাশে নাউলী, ধূলগ্রাম, চন্দনগাতী, আড়পাড়া, সিদ্ধিপাশা, সহ আরো গ্রাম রয়েছে। উক্ত গ্রামের কয়েক শত মৎসজীবি ব্যক্তির জীবন জিবিকার একমাত্র অবলম্বন এই বিলের সরকারি জলমহল। আবেদন থেকে আরো জানা যায় সরকারপক্ষের আংশিক ইজারার মাধ্যমে এলাকার জনকয়েক স্বার্থনেশী মহল ইজারা নিয়ে সম্পূর্ণ বিল ভোগদখল নিয়ে এলাকার প্রকৃত মৎসজীবিদের প্রবেশে নিষেধাজ্ঞা প্রদান সহ ভয়ভীতি প্রদান করছে। গতকাল মঙ্গলবার সকালে সরজমিনে উক্ত বিলের মধ্য গিয়ে দেখা যায় স্বার্থনেশী মহলের আগ্রাসনে সামনের ইরি মৌসুমে চাষাবাদে ব্যাপক বাধার সৃষ্টি হবে। অন্যদিকে নেট পাটা ও বাধ দিয়ে পরিবর্তন করেছে বিলের আকার আকৃতি। এ বিষয়ে স্থানীয় মৎসজীবি আজিজুর শেখ, মুনসুর মুন্সী ও দাউদ শেষ এ প্রতিবেদকে জানালেন পূর্ব বিলের মাছ শিকার তাদের জীবিকার একমাত্র অবলম্বন তা হারিয়ে এখন পথে বসেছে তারা সহ সবাই। এলাকাবাসী এ প্রতিবেদনের মাধ্যমে উদ্ধতন কর্তৃপক্ষের কাছে সরকারী এই জলমহল ইজারা না দিয়ে সবার জন্য উন্মুক্ত করে দিতে বিনীত আবেদন করেছেন।