কোটালীপাড়ায় মানবতার ফেরিওয়ালা একদল তরুণ সেচ্ছাসেবক

114
নাদিম সিকদার / গোপালগঞ্জ জেলা প্রতিনিধি 
গোপালগঞ্জের কোটালীপাড়ার পূর্বপাড়া গ্রামের অসহায় হত দরিদ্র হরিপদ হালদারের পরিবারের পাসে পাশে দাঁড়িয়েছে একদল তরুণ প্রাণ,নবীন স্বেচ্ছাসেবক। “পাঁচটা আঙুল হলে একসাথে,তাজমহল বানিয়ে ফেলি একরাতে। কাঁধে কাঁধ মেলাও,হাতে হাত মেলাও
এসো বন্ধু” এই বাণীতে অনুপ্রাণিত হয়ে, সারাদিন ব্যপি কোটালীপাড়ার বিভিন্ন প্রান্ত থেকে অর্থ সংগ্রহ করে হতভাগ্য পরিবারের জন্য এক মাসের খাদ্য সামগ্রী (৫০ কেজি চাল,৭ কেজি ডাল,৫ লিটার সয়াবিন তেল,৩কেজি লবন,২ কেজি পেঁয়াজ,১ কেজি রসুন) ও অসুস্থ হরিপদ হালদারের এক মাসে ওষুধের ব্যবস্থা করেছে একদল তরুন। এই তরুন দলকে অনুপ্রেরণা যুগিয়েছে  কোটালীপাড়া উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি তরুন্যের অহংকার শামীম দাড়িয়া।  নবীন সেচ্ছাসেবক তরুণরা বলেন, শামীম দাড়িয়া না থাকলে আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা কখনোই সফল হত না। সেচ্ছাসেবক তরুণরা আরো বলেন, আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন এভাবেই মানুষের পাশে থেকে তাদের সেবা করতে পারি।