সিদ্দিপাশা আমতলা বাজারে দোকানের মালিকানা নিয়ে ধুম্রজাল

542

তামিম আহমেদ মনির, অভয়নগর থানা প্রতিনিধি:
অভয়নগর উপজেলার ৮নং সিদ্ধিপাশা ইউনিয়নের আমতলা থেকে ন’পাড়া সড়কের পশ্চিমপার্শের আমতলা বাজারের দু’শতক জমি ও দোকান ঘর নিয়ে উভয় পক্ষের মধ্যে ব্যাপক চাঞ্চল্যকর পরিবেশ তৈরি হয়েছে।  জানাযায়, দোকানের ভাড়াটিয়া হান্নান শেখ এখন দোকানের জমির মালিকানার জন্য ভূমি অফিসে আবেদন করেছেন। ফলে পরিবেশ ঘোলাটে হয়েছে সিদ্দিপাশা বাজারে। আমতলা বাজারের বনিক সদস্যরা বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন।

তথ্যমতে, ১ শতক জমির উপর একটি  দোকান ইশারত শেখ নামে এক ব্যক্তিস্বর্ণের ব্যবসায়ী মজিত শেখের ছেলে হান্নান শেখের কাছে কয়েক বছর ভাড়া দিয়েছিল। সেই থেকে হান্নান প্রতিমাসে ভাড়ার টাকা পরিশোধ করে আসছে।
ভূমি অফিস সূত্রে জানা গেছে অভয়নগরের ৮নং সিদ্ধিপাশা ইউনিয়ন ভূমি অফিস থেকে ১৯/৮/১৪ সালে ১৬৩ নং স্মারকের মাধ্যমে বর্তমান ৪৪ নং সিদ্ধিপাশা মৌজার ১নং খতিয়ানের ৫৬৮ নং দাগের জমির দখলকারী চারভাইদেরকে উচ্ছেদের নোটিশ পাঠায়। এই সুযোগে হান্নান  উক্ত দোকান স্থানীয় ঘরের ইজারা নেওয়ার জন্য সুযোগ গ্রহণ করেন । ফলে গত  ৬ অক্টোবার সোমবার স্থানীয় বাজার কমিটি ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে এক শালিশি বৈঠকের মাধ্যমে উভয় পক্ষকে দোকানে প্রবেশের নিষেধাজ্ঞা জারি করে নোটিশ ঝুলিয়ে দেয়। নোটিশ থেকে জানা যায় সৃষ্ট সমস্যার সমাধান না হলে কোন পক্ষ দোকান খুলতে পারবে না। স্থানীয় ৪নং ওয়ার্ডের মেম্বর শেখ ইকরামুল কবির, ২নং ওয়ার্ডের মেম্বর শেখ বায়েজিদ হোসেন ও ৬নং ওয়ার্ডের মেম্বর জয়নাল শেখ প্রতিবেদককে জানালেন আমতলা বাজারে দোকানের মালিকানা নিয়ে সমস্যা দেখা দেওয়াতে বিবাদ এড়াতে উভয়পক্ষের প্রবেশে নিষেধ করে নোটিশ দেওয়া হয়েছে।

 
আমতলা বাজারের সভাপতি কবির হোসেন ও সাধারণ সম্পাদক রোকনুজ্জামাননের সাথে কথা বলে জানাযায় সোমবার দুপুরে মিটিং করে দোকান ঘর বন্ধ রাখার সিদ্দান্ত নেওয়া হয়েছে। এলাকাবাসী উর্দ্ধতন কর্তৃপক্ষের কাছে এ প্রতিবেদনের মাধ্যমে আসু সমাধান কামনা করছেন।

ইশারত শেখ জানান, দোকানের প্রকৃত মালিক আমি। দীর্ঘ কয়েকবছর হান্নান শেখ ভাড়াটিয়া হিসেবে রয়েছে। সাম্প্রতিক জুট মিল বন্ধ হওয়ার কারণে আমি নিজেই বেকার হয়ে পড়ি। ফলে হান্নান শেখকে ২/৩ মাস আগের থেকে দোকান ছাড়ার বিষয় অবহিত করি। তবে তিনি দোকান ছাড়তে নানা টালবাহানা করেন। এ দোকানের জমির পর্যাপ্ত কাগজাদি রয়েছে। ইশারত আরো বলেন, আমার ভাড়াটিয়া এখনও মালিক হতে চাচ্ছে। যা খুব দুঃখ জনক।

দোকানের ভাড়াটিয়া হান্নান শেখ জানান, আমি দোকানটি ভাড়া নিয়েছি। বেধে দেওয়া সময়ের মধ্যে দোকান হস্তান্তর করা আমার পক্ষে সম্ভব নয়। এছাড়া শুনেছি সরকার ওই দোকানের জমি লিজ দিচ্ছে। ফলে আবেদন করেছি।

শেষ খবর পাওয়া পর্যন্ত সিদ্দিপাশা আমতলা বাজারের দোকানটিতে নোটিশ টানিয়ে দিয়েছেন বনিক সমিতি। এছাড়া চলমান দোকান নিয়ে সৃষ্ট বিবাদ নিষ্পত্তি হলেই পরবর্তী সিদ্ধান্ত নিবেন বাজার কমিটি। এদিকে ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হান্নান শেখ সুস্থ না হলে কোন সিদ্ধান্তে আসতে পারছে না বলে হান্নান শেখের পরিবার সূত্রে জানাযায়।

তবে এলাকাবাসির দাবি , দোকানের যেহেতু প্রকৃত মালিক ইশারত শেখ। সেহেতু তাকেই দোকান ফিরিয়ে দেওয়া হোক। না হলে বনিক সদস্য সহ এলাকাবাসির মধ্যে উত্তেজনা সৃষ্টি হতে পারে। সুতরাং আইন শৃংখলা রক্ষাকারি বাহিনী সহ উদ্ধোর্তন কর্তৃৃপক্ষ বিষয়টি নজরে আনার অনুরোধ জানিয়েছেন সচেতন মহল।