যশোর-খুলনাগামী ট্রাকে-ট্রাকে রাড়ীপাড়া নামক স্থানে মুখোমুখি সংঘর্ষ

48

ফুলতলা প্রতিনিধি
আজ ১৩ ই অক্টোবর ২০২০ রোজ মঙ্গলবার আনুমানিক সকাল ৭:০০ ঘটিকায় কুষ্টিয়া থেকে আগত বড়দরগাহাট সবজি ভান্ডার, প্রিন্স ফিলিং স্টেশন, ঝিনাইদহ, মালিকের ৫০০ ফুট বালি বোঝাই একটি ট্রাক (ঝিনাইদহ ট ১১-১৪৯২)  খুলনা থেকে আগত আকিজ গ্রুপের একটি মিনি কভার ভ্যান (ঢাকা মেট্রো অ ১৪-০৮৬৭) এর সাথে খুলনা জেলার ফুলতলা উপজেলার রাড়ীপাড়া নামক স্থানে বালি বোঝাই ট্রাকের ভুলের কারণে মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনা সংঘটিত হওয়ার সাথে সাথে ফুলতলা হাইওয়ে থানা পুলিশ ও কর্মকর্তাবৃন্দ ঘটনাস্থল পরিদর্শন করেন। ঘটনা সংঘটিত হওয়ার সাথে সাথে বালি বোঝাই ট্রাকের ড্রাইভার ও হেলপার ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরবর্তীতে আকিজ গ্রুপের মিনি কাভার্ডভ্যানের চালক মোঃ শামশের আলী, পিতা: মোঃ সেকেন্দার আলী, নাভারন, মোবাইল: ০১৯২২-৩০৭৭২৭  ও সহকারি সঙ্গে কথা বলে জানা যায় তারা খুলনা থেকে আকিজ বিড়ি লোড করে সকালবেলা আকিজ বিড়ি ফ্যাক্টরী নাভারনের উদ্দেশ্যে রওনা দেয় পথিমধ্যে বেজেরডাঙ্গার রাড়ীপাড়া নামকস্থানে আসলে বালি বোঝাই ট্রাকটি চালকের ডান পাশ ঘেঁষে বেআইনিভাবে গাড়িটিকে সজোরে ধাক্কা দেয় এবং বালি বোঝাই ট্রাকটি ডান পাশে খাদে চলে যায় এবং গাড়িটির সামনের চাকা বাস্ট হয়ে যায় ড্রাইভার ও হেলপার কে খুঁজে পাওয়া যায়নি তারা অক্ষত অবস্থায় পালিয়ে গিয়েছে। অন্যদিকে মিনি কাভার্ড ভ্যানের চালক গাড়িটি কোনমতে নিয়ন্ত্রণে এনে রাস্তার বাম সাইডে নামিয়ে দিয়েছেন এবং গাড়িটির স্প্রিং পাতি এবং ডিফারেনশিয়াল সহ গাড়িটির অন্যান্য যন্ত্রাংশ চ্যাসিজ থেকে সরে গিয়েছে। স্থানীয়দের সাথে কথা বলে জানা যায় বালি বোঝাই ট্রাকটির চালক সম্ভবত ঘুমের ঝোঁকে বাম পাশ থেকে ডান পাশে চলে এসেছিলেন। এছাড়াও মিনি কাভার্ডভ্যানটি গ্যাস চালিত ইঞ্জিন হাওয়াই গ্যাস সিলিন্ডার গুলো ধাক্কা লেগে মাটিতে খুলে পড়েছে কিন্তু সৌভাগ্যজনকভাবে একটিও সিলিন্ডার বাস্ট হয়নি। মিনি কাভার্ডভ্যানের চালক ও সহকারীর শারীরিক কোনো ক্ষয়ক্ষতি হয়নি।  ফুলতলা হাইওয়ে থানা পুলিশ স্থানীয় এলাকাবাসীদের জানিয়ে দেন গাড়ির মালিক পক্ষের লোকজন আসলে তারা যেন গাড়ি ওঠানোর বন্দোবস্ত করেন এবং ফুলতলা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ কে অভিহিত করেন।