খানজাহান আলী থানা প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি শেখ আনছার আলীর স্মরনে দোয়া ও আলোচনা সভা

121

ডেক্স রিপোর্ট।।

খুলনার খানজাহান আলী থানা প্রেস ক্লাবের সভাপতি  শেখ আনছার আলীর স্মরণে দোয়া ও  আলোচনা সভা শনিবার বেলা ১২টার দিকে  শিরোমনিস্থ আটরা গিলাতলা ইউপি পরিষদ অডিটোরিয়ামের মধ্যে অনুষ্ঠিত হয়।

১নং আটরা গিলাতলা ইউনিয়ন পরিষদের  চেয়ারম্যান ও খানজাহান আলী থানা  প্রেস ক্লাবের উপদেষ্টা আলহাজ্ব শেখ মনিরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলতলা উপজেলা পরিষদের  চেয়ারম্যান আলহাজ্ব  শেখ আকরাম হোসেন। প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, শেখ আনছার আলী ছিলেন অত্র অঞ্চলের  খেটে খাওয়া মানুষের পতিকৃৎ । জীবনে চলার পথে আনছার আলীর কোন ভুল ভ্রান্তি থাকলে সকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। প্রধান অতিথি আলহাজ্ব  শেখ আকরাম হোসেন আরো বলেন,  প্রেস ক্লাবটি আরো সুন্দর বা উন্নয়ন করার জন্য যা যা করার আমি তা করব।

খানজাহান আলী থানা প্রেস ক্লাবের  সেক্রেটারী  শেখ আসলাম হোসেন তার বক্তব্যে অশ্রুসিক্ত হয়ে বলেন ,“ আমরা আমাদের বড় অভিভাবককে হারালাম,তার শূন্যতা জীবনে চলার পথে বয়ে বেড়াতে হবে।

আলোচনা সভার প্রাক্কালে ১নং আটরা গিলাতলা পরিষদের  চেয়ারম্যান আলহাজ্ব শেখ মনিরুল ইসলাম সভাপতির বক্তব্যে প্রদান কালে তিনি বলেন, প্রেস ক্লাবটি প্রতিষ্ঠা করে গেছেন শেখ আনছার আলী, আর রক্ষা করার দায়িত্ব আপনাদের। তিনি আরো বলেন, শেষ আনছার আলী মানুষের ভাগ্য পরিবর্তন আন্দোলনে জীবনের শেষ দিন পর্যন্ত কাজ করে গেছেন।

দোয়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক জন্মভূমি পত্রিকার বার্তা সম্পাদক  সোহরাব হোসেন, থানা মুক্তিযোদ্ধা কমান্ডার স.ম  রেজোয়ান আলী। অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন খানজাহান আলী থানা  প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি  মোশারফ হোসেন, সাধারন সম্পাদক  শেখ আসলাম হোসেন, দৈনিক ঢাকা রিপোর্টের বিশেষ প্রতিনিধি আবু হামজা বাঁধন, ফুলতলা রিপোর্টাস ক্লাবের সভাপতি তাপস কুমার বিশ্বাস , অধ্যাপক  নেছার আলী, আনছার আলীর একামত্র পূত্র শেখ হা‌বিবুর রহমান ,  ফুলতলা প্রতিদিনের সম্পাদক সুমন সরদার, মোড়ল মুজিবুর রহমান, অনিমেষ কুমার মন্ডল, আল আমিন খান,  হান্নান  শেখ, জিল্লুর রহমান, মোড়ল মুজিবর রহমান, বদরুল আলম,  জিয়াউল ইসলাম, ইদ্রিস আলী, ফরহাদ মোড়ল, মামুন মোল্যা, শেখ হাফিজুর, কিশোর কুমার, ফরহাদ মোড়ল , মাসুদ রানা (প্রমুখ)

আলোচনা সভা শেষে  দোয়া অনুষ্ঠান হয়।  দোয়া পরিচালনা করেন শিরোমনি বাজার মসজিদের ইমাম মুফতি আতাউর রহমান। এছাড়া পুরো অনুষ্ঠানটির সঞ্চালনার দায়িত্ব পালন করেন তরুন আওয়ামীলীগ  নেতা রেজোয়ান আকুঞ্জী রাজ।