ফুলতলায় বিট পুলিশিং কমিটির সমাবেশ অনুষ্ঠিত

86
জিল্লুর রহমান-ফুলতলা থানা প্রতিনিধি :
ফুলতলার ২নং দামোদর বিট পুলিশিং এর উদ্যোগে মাদক, সন্ত্রাস, জঙ্গীবাদ, ইভটিজিং, বাল্য বিবাহ, নারী ও শিশু নির্যাতন সংক্রান্ত এক সমাবেশ শনিবার বেলা ১১টায় পরিষদ চত্বরে অনুষ্ঠিত হয়। কমিউনিটি পুলিশিং ফোরাম দামোদর ইউনিয়নের সভাপতি ক্যাপ্টেন আবুল কাশেম এর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন ওসি মাহাতাব উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন দামোদর ইউপি চেয়ারম্যান শরীফ মোহম্মদ শিপলু ভূঁইয়া, প্রধান শিক্ষক তাপস কুমার বিশ্বাস, মোশারফ হোসেন মোড়ল। চেয়ারম্যান শরীফ মোহাম্মদ ভুঁইয়া শিপলু বলেন মাদক,সন্ত্রাস,জঙ্গীবাদ, ও ইভটিজিং এর বিরুদ্ধে নিরালস ভাবে আমি কাজ করে যাচ্ছি। আমি নিজে কখনো মাদকে আসক্ত হয়নি আর মাদকে কখনও প্রশ্চয় দি নাই।আমার অত্র ইউনিয়ন পরিষদ এ কোনো বাল্য বিবাহ,নারীর প্রতি অবিচার সহ কোনো প্রকার অন্যায়কে আমি প্রশ্চয় দি না।যথাযথভাবে প্রশাসনের সাহায্যে তাত্ক্ষণিকভাবে সমস্যার সমাধান করে থাকি। প্রধান মন্ত্রী ধর্ষকের বিরুদ্ধে নেওয়া সিন্ধান্ত কে সাধুবাদ জানাই এবং এটা যাতে দ্রুত বাস্তবায়ন হয় তার জন্য জননেত্রীর প্রতি দাবি জানাচ্ছি।আমি একটি পরিছন্ন ইউনিয়ন প্রধান মন্ত্রী কে উপহার দেবো ইনশাআল্লাহ।
অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন বিট কর্মকর্তা এসআই মধুসূধন পান্ডে, বিট ইনচার্জ মেসবা উদ্দিন ও শফিকুল ইসলাম,ইউপি সদস্য কবির মহলদার,ইব্রাহিম গাজী, আলম গাজী, মাসুদ পারভেস,মিসেস কেয়া,সামসুর নাহার,আকলিমা,জনি মোল্যা,পিকলু,তাসমির হাসান প্রমুখ। সমাবেশে নেতৃবৃন্দ ধর্ষনের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড ঘোষনা করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানানো হয়।