অবশেষে জয়ের মালা আহসান উদ্দীনের গলায়

59

বদরুজ্জামান খোকা, জেলা প্রতিনিধি সাতক্ষীরা
সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে জয়ের মালা আহসান উদ্দীনের গলাই। সাতক্ষীরা সদর উপজেলার ১নং বাঁশদহা ইউনিয়নের ৬নং কাজিপাড়া ওয়ার্ডের সাবেক মেম্বর আব্দুল কাদের মারা যাওয়াই আজ ২০ই অক্টোবর উপ-নিবার্চন অনুষ্ঠিত হয়। সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বিরতিহীন ভাবে ভোট গ্রহন চলে। কোন রকম ঝামেলা ছাড়ায় অবাদ সুষ্ঠ ও নিরপেক্ষ ভাবে ভোট গ্রহন শেষ হয়। অত্র কাজিপাড়া ওয়ার্ডের মোট ভোটার সংখ্যা ১হাজার ৪৯৬ জন। এর মধ্যে এলাকার মানুষ তাদের ভোট প্রদান করেন ১০৮৩জন। মোরগ প্রতিকের ৬৯২ভোট পেয়ে আহসান উদ্দীন বিশাল ব্যবধানে জয় লাভ করে। অপর পক্ষে ফুটবল প্রতিকের বজলুর রহমান ৩৮১ভোট পেয়ে পরাজিত হন। বাতিল ভোটের সংখ্যা ১০টি। এবিষয়ে জয়ের নায়ক আহসানের কাছে জানতে চাইলে তিনি বলেন আমি জয়ী হইনায়। জয় হয়েছে আমার কাজিপাড়া ওয়ার্ডবাসির। আমার এলাকার মানুষ আমাকে আমার চাহিদার চেয়েও বেশি ভোট দিয়ে তাদের ভালোবাসা প্রকাশ করেছে। তাই আমি, আমার এলাকার মানুষের আপদে-বিপদে সর্বদা তাদের পাশে থাকবো। এবং আমার জীবন দিয়ে হলেও আমার এলাকার মানুষের সেবা করে যাবো। তিনি আরও বলেন এই জয়ে আমি সন্তষ্ট। কারণ ভোট সুষ্ট ও নিরপেক্ষ হয়েছে। আগামীতে যাতে আমি সকলের সহযোগিতা পেয়ে,কাজ করতে পারি তার জন্য সকলের কাছে দোয়া চাই। আহসান আরো বলেন আমি জনগনের ভোটে নিবার্চিত হয়েছি,তাই জনগনের চাহিদা অনুযায়ী গ্রামের রাস্তা-ঘাট,কালভার্ট নির্মান সহ সংষ্কার কাজ করবো। কোন রকম টাকা ছাড়াই সকল রকমের ভাতার কার্ড প্রদান করিবো। এবং আপনাদের সহযোগিতায় আমার ওয়ার্ডকে মাদক মুক্ত করবো ইনশাআল্লাহ।